ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএলে মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আইপিএলে মুখোমুখি সাকিব-মুস্তাফিজ সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। টাইগারদের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচুর সাফল্যও পেয়েছেন এ ক্রিকেটাররা।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবারের মতো একে অন্যের মুখোমুখি হয়েছেন।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ (১৬ এপিল) মুখোমুখি হলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকেল সাড়ে ৪টায়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব দীর্ঘ দিন থেকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মাঠ মাতিয়ে আসছেন। দলটির দু’বারের শিরোপা জয়েও দারুণ ভূমিকা রেখেছিলেন বাঁহাতি এ তারকা। অন্যদিকে এবারই প্রথম সানরাইজার্স হায়দ্রাবাদে নাম লিখিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ।

কেকেআর এবারের আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচটি দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দুর্দান্ত ভাবে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হার মানে। এ দুটি ম্যাচে অবশ্য মূল একাদশে সুযোগ পাননি সাকিব। কিন্তু আজকের ম্যাচে ফিরেছেন তিনি।

হায়দ্রাবাদ এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বাজে ভাবে হার মানে ডেভিড ওয়ার্নার বাহিনী। কিন্তু এই দলের এত তারকার মাঝে নিজের প্রতিভা ঠিকই তুলে ধরেছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ২২৭ রানের পাহাড় করলেও মুস্তাফিজের বোলিং ফিগার ছিলো, চার ওভারে মাত্র ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট। তার কাটারে ধরা পড়েন এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়ানটসনের মতো ভয়ঙ্কর ব্যাটসম্যানরা। তাই এ ম্যাচেও দলের অবিচ্ছেদ্ধ অংশ হিসেবে থাকছেন মুস্তাফিজের।


বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।