ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

অজি উইকেটরক্ষকের লাইফ-পার্টনার স্টার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
অজি উইকেটরক্ষকের লাইফ-পার্টনার স্টার্ক ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিনের পরিচিত ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। অজি নারী দলের উইকেটরক্ষক ব্যাটার অ্যালিসা হিলিকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন স্টার্ক।

 

নিউ সাউথ ওয়েলসের এক বিচে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাথান লিওন, জস হ্যাজেলউড, প্যাট কামিন্স, শেন অ্যাবোট।

নয় বছর বয়স থেকেই স্টার্ক-হিলির পরিচয়। তখন তারা দু’জনই নর্দান ডিস্ট্রিক্ট জুনিয়র ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে খেলতেন। অনূর্ধ্ব-১১ দলে স্টার্কের বাবা পল স্টার্কের অধীনে দু’জনই কোচিং করেছেন। খেলার সূত্র ধরেই তাদের মাঝে ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। পারিবারিক সম্মতিতেই এই সম্পর্ক বিয়েতে রূপ নেয়।

কুইন্সল্যান্ডে জন্ম নেওয়া হিলি অজিদের হয়ে দুটি টেস্ট, ৩২টি ওয়ানডে আর ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। গোড়ালির ইনজুরির কারণে স্টার্ক ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলেও হিলি নারী দলের হয়ে বিশ্বমঞ্চে খেলেছেন।

বাংলাদেশ সময়: ০৪১৪ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।