ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ ছাড়লেন ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ ছাড়লেন ধোনি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রিয়েল এস্টেট সংস্থা আম্রপলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরে দাঁড়ালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুই

পক্ষের পারস্পরিক আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়।

আম্রপলি গ্রুপের চেয়ারম্যান অনিল শর্মা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ধোনি আর আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে নেই। আমরা দু’পক্ষই অনেক আলোচনার পর এমন সিদ্ধান্তে পৌঁছেছি। আমরা চাই না এতে যেনো কোনো ভাবেই ধোনির ইমেজ খারাপ হয়।

তিনি আরও জানান, গত ৬-৭ বছর ধরে রিয়েলিটি ফার্ম আম্রপলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত ছিলেন ধোনি।

সম্প্রতি রিয়েল এস্টেট সংস্থা আম্রপলি থেকে বাড়ি কেনা বাসিন্দারা গ্রুপটির বিরুদ্ধে সোচ্চার হন। প্রায় ৮০০ বাসিন্দা বিদ্যুৎ সমস্যাসহ আরও নানাবিধ সমস্যার কথা জানান ধোনিকে। অনেকেই টুইটারের মাধ্যমে ধোনির কাছে এর সমাধান চান। এমনকি সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে ধোনিকে সরে দাঁড়ানোর অনুরোধ করা হয়। আর আম্রপলি স্যাফিয়ার প্রোজেক্টের বিষয়টি টুইটারে ভাইরালও হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, টিম ইন্ডিয়ার দলপতি সংস্থাটিকে প্রতিশ্রুতি দেওয়া সকল কাজ সম্পন্ন করার অনুরোধ করেন। তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি বলে ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছাড়েন ধোনি।

বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।