ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন কলকাতার হ্যাস্টিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
ইনজুরিতে ছিটকে গেলেন কলকাতার হ্যাস্টিংস ছবি:সংগৃহীত

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার জন হ্যাস্টিংস ইনজুরির কারণে চলতি মৌসুমে আইপিএলে আর খেলতে পারবেন না। গত সপ্তাহে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে সময় গোড়ালিতে আঘাত পান এ অস্ট্রেলিয়ান।

এ আসরে কলকাতার প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন হ্যাস্টিংস। সে ম্যাচে ডানহাতি এ ফাস্ট বোলারের ছয় রানের বিনিময়ে দুই উইকেট প্রাপ্তি দলের জয়ে দারুণ ভূমিকা রাখে।

মুম্বাইয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৮৭ রান করেও কলকাতা হার মানে। তবে সে ম্যাচে হ্যাস্টিংস কোন উইকেট না পেলেও ইকোনোমি রেট ছিলো সবার থেকে ভালো।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।