ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ফতুল্লায় তামিম ‘ঝড়’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
ফতুল্লায় তামিম ‘ঝড়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাবাহিকতা ব্যাট হাতে ধরে রেখেছেন তামিম ইকবাল। পরিবারসহ  ওমরাহ করে সৌদি আরব থেকে দেশে ফিরেই তামিম হাঁকালেন অসাধারণ এক সেঞ্চুরি।

 

প্রিমিয়ার লিগের প্রস্তুতি ম্যাচে ফতুল্লায় মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী ও গতবারের লিগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক।

 

আবাহনীর ওপেনার তামিম ইকবাল খেলেন ১৩৯ রানের ঝলমলে ইনিংস। বল খরচ করেছেন মাত্র ৯০টি। যার মধ্যে ছিল ১৮টি চার, পাঁচটি ছক্কা।

তামিম ঝলকে ৫০ ওভারে ঢাকা আবাহনীর সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ৩২৩ রান।

এতিহ্যবাহী ক্লাব আবাহনীর নেতৃত্বের ভার পড়েছে তামিমের কাঁধে। সামনে থেকেই দলকে নেতৃত্ব দেয়ার প্রস্তুতি লিগ শুরুর আগেই সেরে রাখলেন তামিম।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১৯ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।