ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইলকে পাচ্ছে না বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
গেইলকে পাচ্ছে না বেঙ্গালুরু ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’ ক্রিস গেইলকে ছাড়াই পরবর্তী দুই ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভক্ত-সমর্থকদের উদ্বেগের কোনো কারণ নেই।

কোনো ধরনের ইনজুরিতে ভুগছেন না ওয়েস্ট ইন্ডিজ তারকা। নিজের প্রথম সন্তানের মুখ দেখার প্রহর গুনছেন গেইল।

সন্তানসম্ভবা সঙ্গীনী নাতাশা বেরিজের পাশে থাকতে ইতোমধ্যেই জ্যামাইকায় ফিরে গেছেন গেইল। সব ঠিক থাকলে খুব শিগগির‌ই গেইল-নাতাশা দম্পতির কোলজুড়ে আসবে তাদের প্রথম সন্তান।

বুধবার (২০ এপ্রিল) নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গেইলবিহীন বেঙ্গালুরু। দু’দিন পর (শুক্রবার) মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে মাঠে নামবেন কোহলি-ডি ভিলিয়ার্সরা। এ দু’টি ম্যাচে গেইলের খেলা হচ্ছে না। গুজরাট লায়ন্সের বিপক্ষে ২৪ এপ্রিলের ম্যাচ দিয়ে তার মাঠে নামার কথা রয়েছে।  

এবারের আসরে প্রথম দুই ম্যাচেই নিজের ছায়া হয়ে থাকেন গেইল। দুই ম্যাচে তার রান মাত্র ১! সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাট হাতে ১ রানের পর দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন টি-২০ ফরমেটের অন্যতম সেরা এ ‘বিধ্বংসী’ ব্যাটসম্যান।

ফিটনেস সমস্যায় ইতোমধ্যেই আইপিএলের এবারের আসর থেকেই ছিটকে পড়েন মিচেল স্টার্ক। আঙ্গুলের ইনজুরির কারণে খেলতে পারছেন না স্যামুয়েল বদ্রি। এবার গেইলের সাময়িক অনুপস্থিতিতে বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা সাজাতে হচ্ছে।

জানা যায়, বিদেশি কোটায় ‍গেইলের জায়গায় একজন বোলার যোগ করতে পারে বেঙ্গালুরু। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনি বা অস্ট্রেলিয়ার কেন রিচার্ডসনের মধ্যে যেকোনো একজনের খেলার সম্ভাবনা রয়েছে। আবার ব্যাকআপ ওপেনার হিসেবে অজি ব্যাটসম্যান ট্র্যাভিস হেডও একাদশে থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।