ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রিমিয়ার লিগ ২০১৫-১৬’র তিন রাউন্ডের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
প্রিমিয়ার লিগ ২০১৫-১৬’র তিন রাউন্ডের সূচি ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ২২ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আলোচিত এ টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে দলগুলো তাদের অনুশীলন শুরু করে দিয়েছে।

শুরুর উদ্বোধনী দিনই থাকছে তিনটি ম্যাচ।

বৃষ্টির মৌসুমে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। তবে বৃষ্টির হানায় ম্যাচ যাতে পণ্ড না হয় এজন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত হলে নির্ধারিত সময় থেকে ম্যাচের সময়কাল ৩০ মিনিট বাড়ানো হবে।

আর বৃষ্টির কারণে খেলা না হলে তা পরের দিন অনুষ্ঠিত হবে। শুরুর পর যদি ওইদিন মাঠে ম্যাচ না গড়ায় তাহলে পরদিন একই ভেন্যুতে আগের দিন ম্যাচ যেখানে থেমেছিল সেখান থেকে শুরু হবে।

লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, কলাবাগান ক্রীড়া চক্র, ক্রিকেট কোচিং স্কুলের ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

প্রথম রাউন্ড:
২২/০৪/১৬ -প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম গাজী গ্রুপের ক্রিকেটার্স- মিরপুর।
২২/০৪/১৬ -প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম ক্রিকেট কোচিং স্কুল- বিকেএসপি ৩।
২২/০৪/১৬ -আবাহনী লিমিটেড বনাম কলাবাগান ক্রীড়া চক্র-ফতুল্লা।
২৪/০৪/১৬ -কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- ফতুল্লা।
২৪/০৪/১৬ -ব্রাদার্স ইউনিয়ন বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড- মিরপুর।
২৪/০৪/১৬ - লিজেন্ডস অব রুপগঞ্জ বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের-বিকেএসপি ৩।

দ্বিতীয় রাউন্ড:
২৬/০৪/১৬ -প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম ক্রিকেট কোচিং স্কুল- বিকেএসপি ৩।
২৬/০৪/১৬ -প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম কলাবাগান ক্রীড়া চক্র- ফতুল্লা।
২৬/০৪/১৬ -আবাহনী লিমিটেড বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- মিরপুর।
২৮/০৪/১৬ -কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম ব্রাদার্স ইউনিয়ন- মিরপুর।
২৮/০৪/১৬ -মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব- বিকেএসপি ৩
২৮/০৪/১৬ - লিজেন্ডস অব রুপগঞ্জ বনাম গাজী গ্রুপের ক্রিকেটার্স- ফতুল্লা।

তৃতীয় রাউন্ড:
৩০/০৪/১৬ -প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম কলাবাগান ক্রীড়া চক্র- মিরপুর।
৩০/০৪/১৬ -প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- ফতুল্লা।
৩০/০৪/১৬ -আবাহনী লিমিটেড বনাম ব্রাদার্স ইউনিয়ন-বিকেএসপি ৩।
০২/০৫/১৬ -কলাবাগান ক্রিকেট একাডেমী বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব- বিকেএসপি ৩।
০২/০৫/১৬ -মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বনাম লিজেন্ডস অব রুপগঞ্জ - ফতুল্লা।
০২/০৫/১৬ -ক্রিকেট কোচিং স্কুল বনাম গাজী গ্রুপের ক্রিকেটার্স- মিরপুর।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।