ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বো: সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বো: সাব্বির ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রিমিয়ার লিগের গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকে খেলবেন আইকন ক্রিকেটার সাব্বির রহমান। কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে গত লিগে মন্দ করেননি সাব্বির।

১১ ম্যাচে তিন ফিফটিতে ৩৮.২২ গড়ে করেছিলেন ৪২১ রান। লিগে সর্বোচ্চ স্ট্রাইট রেটও (১০১.৬৯) ছিল সাব্বিরের। জাতীয় দলের হয়ে ওয়ানডেতেও সাম্প্রতিক সময়ে বেশ ধারাবাহিক এ ব্যাটসম্যান।

 

গত লিগের পারফরম্যান্স আর সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রেখে এবারের প্রিমিয়ার লিগে শতভাগ উজাড় করে দিতে চান সাব্বির, ‘গতবার প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছে। তো অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য এবার লড়াই করবো। ম্যাচ বাই ম্যাচ খেলবো। যতটা পারা যায় জেতার জন্যই খেলবো। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। ’  

 

আইকন ক্রিকেটার হওয়ায় দায়িত্বটা একটু বেশিই থাকবে সাব্বিরের উপর।   এজন্য প্রস্তুতও আছেন টাইগার এই ক্রিকেটার ‘আমি যে টিমেই খেলি না কেন, আমার সবসময় চেষ্টা থাকে শতভাগ দেওয়ার। এই দলেও চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার। আমি যেহেতু আইকন প্লেয়ার তাই চেষ্টা করবো শতভাগ দেওয়ার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা। ’

প্রাইম ব্যাংকে সাব্বির ছাড়াও আছেন রুবেল হোসেন, নুরুল হাসান, শুভাগত হোম, তাইবুর পারভেজ, মেহেদি মারুফের মতো ক্রিকেটার। তাই দল হিসেবে প্রাইম ব্যাংককে বেশ ব্যালান্স মনে করছেন সাব্বির, ‘সোহান আছে, শুভাগত আছে, রুবেল আছে। একটা বিদেশি প্লেয়ারও আসবে দলে। তো, আমাদের টিমটা বেশ ব্যালেন্স হয়েছে বলে আমি মনে করি। ’

প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই (২২ এপ্রিল, শুক্রবার) মাঠে নামবে প্রাইম ব্যাংক। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।