ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বল হাতেও দেখা যাবে সাব্বিরকে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
বল হাতেও দেখা যাবে সাব্বিরকে ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় দলে বল হাতে খুব কমই দেখা যায় সাব্বির রহমানকে। তবে প্রিমিয়ার লিগে বল হাতে ঠিকই চ্যালেঞ্জ নেবেন এ লেগস্পিনার।

আইকন ক্রিকেটার হিসেবে সাব্বির এবার খেলছেন গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ফতুল্লায় আবাহনীর সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচে ৭ ওভার বল করেছেন তিনি।

 

তামিমের দুর্দান্ত সেঞ্চুরির দিনেও ৭ ওভারে রান দিয়েছেন মাত্র ৩৫। উইকেটও পেয়েছেন একটি। এজন্য বোলিংয়ে আত্মবিশ্বাসও বাড়ছে সাব্বিরের, ‘প্র্যাকটিস ম্যাচে বোলিং করেছি। ওভারঅল ভালো হয়েছে, ভালো হচ্ছে। আমি নিজে নিজেই প্র্যাকটিস করছি। প্রিমিয়ার লিগে বোলিংও করবো, ইনশাআল্লাহ। ’

 

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে ব্যাট হাতে তিন নম্বরে দেখা যাবে সাব্বিরকে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে তিনেই ব্যাট করেন সাব্বির। ওয়ানডে ফরম্যাটে প্রথমবার তিনে ব্যাট করতে যাচ্ছেন তিনি।

তিনে ব্যাট করে সফল হলে জাতীয় দলেও তিনে ব্যাট করার আগ্রহ দেখাবেন বলে জানালেন এ ক্রিকেটার, তিন নম্বরই ঠিক আছে আপাতত। প্র্যাকটিস ম্যাচ খেলেছি, যদিও তাতে ভালো করতে পারিনি। আসল ম্যাচগুলোয় চেষ্টা করবো ভালো করার। কোন জায়গাটা ঠিক থাকবে এটা নির্ভর করে ফর্মের উপর। তিন নম্বরে ভালো খেলেছি, চাইবো এই পজিশনেই নামতে। তিনে ভালো করলে জাতীয় দলেও তা কন্টিনিউ করতে চাইবো। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।