ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবাহনীর অধিনায়ক তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আবাহনীর অধিনায়ক তামিম ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে অধিনায়ক ঘোষণা করেছে প্রিমিয়ার লিগের ক্লাব আবাহনী লিমিটেড। বুধবার (২০ এপ্রিল) দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিমকে অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দেন আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস।

 

জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান,  নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান এমএ আউয়াল বুলু ও আবাহনী ক্লাবের এ মৌসুমের কোচ খালেদ মাহমুদ সুজনসহ ক্লাবটির অন্যান্য কর্মকর্তারা।

 

তামিম ইকবাল ছাড়াও আবাহনীর ক্রিকেটার তাসকিন আহমেদ, লিটন কুমার দাস,  জুবায়ের হোসেন লিখন, মোসাদ্দেক হোসেন সৈকত,  নাজমুল হাসান শান্তসহ দলের অন্যান্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার (২২ এপ্রিল) লিগের উদ্বোধনী দিনেই মাঠে নামবে তামিমের দল।   ফতুল্লায় তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।