ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপ্রতিরোধ্য গুজরাটের সামনে মুস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
অপ্রতিরোধ্য গুজরাটের সামনে মুস্তাফিজরা ছবি:সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫তম ম্যাচ ও নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট লায়ন্স। এ ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রয়েছে সুরেশ রায়নার নেতৃত্বে গুজরাট।

তবে শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) আইপিএলের একটি ম্যাচই মাঠে গড়াচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হায়দ্রাবাদকে আতিথিয়েতা জানাবে গুজরাট।

আইপিএলের নবম আসরে নতুন দল হিসেবে আবির্ভাব হয়েছে গুজরাটের। তবে এখন পর্যন্ত আসরের সবচেয়ে সফল দল তারা। কারণ নিজেদের তিন ম্যাচে সবকটিই জিতে নিয়েছে ব্রাভো-জাদেজা-ফিঞ্চদের নিয়ে গড়া দলটি।

অন্যদিকে এবারের আসরে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছিলো দলটি। তবে শেষ ম্যাচে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জিতে মনোবল ফিরে পেয়েছে ধাওয়ান-মুস্তাফিজ- মরগানদের দলটি।

হায়দ্রাবাদ দলের বর্তমানে বোলিংয়ে মূল ভরসার নাম বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। কারণ দলটিতে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক বোলার তিনি। তার বলে ঘায়েল হয়েছে প্রতিপক্ষের বাঘা-বাঘা ব্যাটসম্যানরা। তিন ম্যাচে দুর্দান্ত ইকোনোমিতে তার দখলে রয়েছে চারটি উইকেট।

আর দলের শেষ ম্যাচে অন্যদুই পেসার ভুবেনশ্বর কুমার ও বারিন্দার স্রান জ্বলে ওঠায় মুস্তাফিজের সঙ্গে আজকের ম্যাচে ভালো কিছু করার প্রত্যয়ের জানান দিচ্ছে হায়দ্রাবাদ।

সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্না (অধিনায়ক), শিখর ধাওয়ান, মোইসেস হেনরিকেস, ইয়ন মরগান, দিপাক হুদা, নামান ওঝা, বিপুল শর্মা, আশিস রেড্ডি, ভুবেনশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, বারিন্দার স্রান।

গুজরাট লায়ন্সের সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ, ব্র্যান্ডন ম্যাককালাম, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক, ডোয়েন ব্রাভো, আকশাদিপ নাথ, জেমস ফকনার, প্রবিন কুমার, ধাওয়াল কুলকারনি, শাহদাব জাকাতি, প্রবিন তাম্বে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।