ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পুনেতেই হচ্ছে আইপিএলের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
পুনেতেই হচ্ছে আইপিএলের ম্যাচ ছবি:সংগৃহীত

ঢাকা: পানি খরার কারণে আদালত এপ্রিলের পর এ বারের সবকটি আইপিএল ম্যাচ মহারাষ্ট্র থেকে সরানোর নির্দেশ দিয়েছিলো। তবে ১ মে রাইজিং পুনে সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ সরছে না।

ম্যাচটি পুনেতেই হচ্ছে।

বুধবার বিসিসিআইয়ের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। বোর্ডের আবেদন ছিল ২৯ এপ্রিল গুজরাট লায়ন্সের সঙ্গে পুনের হোম ম্যাচ আছে। তাই এক দিনের মধ্যে বোর্ড ও ফ্র্যাঞ্চাইজির অন্য কোনও মাঠে ম্যাচ সরানো অসম্ভব। বম্বে হাইকোর্ট বোর্ডের সেই আবেদন মেনে পুণের এমসিএ স্টেডিয়ামে ১ মে ম্যাচ করার অনুমতি দিয়েছে।

চরম পানি খরা চলছে ভারতের মহারাষ্ট্র প্রদেশে। আর এই প্রদেশেই এবারের আইপেএলের তিনটি স্টেডিয়াম রয়েছে। যেখানে মাঠকে ভেজানোর জন্য প্রতিদিন প্রচুর পানি খরচ করতে হয়। যার কারণে পানি বঞ্চিত হচ্ছে সেখানকার জনগন। পরে মহারাষ্ট্র আদালত এ ব্যাপারটিকে বিবেচনায় নিয়ে ম্যাচ সরানোর নির্দেশ দেয়।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।