ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চুক্তির আগেই ছিল ইনজামামের শর্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
চুক্তির আগেই ছিল ইনজামামের শর্ত ছবি: সংগৃহীত

ঢাকা: অফিসিয়াল চুক্তির আগেই শর্ত জুড়ে দিয়েছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচকের পদে বসা ইনজামাম উল হক। আর ইনজির শর্তে বাধ্য হয়েই তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক পদে চুক্তি করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

 

আফগানিস্তানের প্রধান কোচের পদে থাকা ইনজামামের চুক্তি ছিল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানায়, বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের কাছে ইনজি জানান, শুধুমাত্র তার কিছু শর্ত মেনে নিলেই দেশের দায়িত্ব নেবেন তিনি।

 

সূত্রটি জানায়, ইনজামামের ইচ্ছে ছিল আগামী তিন বছরের জন্য পাকিস্তানের ক্রিকেটে কাজ করবেন তিনি। এর মধ্যে বোর্ডের কিংবা বোর্ডের বাইরের কোনো পক্ষ থেকে তাকে চাপ প্রয়োগ করা যাবেনা। দল নির্বাচন কিংবা দলের বৈঠকে বাইরের কোনো আলোচনা গ্রহণযোগ্য হবেনা। এছাড়াও ইনজামামের শর্তে আরও জানানো হয়, আফগানদের পূর্বের চুক্তি মোতাবেক আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের সঙ্গে থাকবেন তিনি। চুক্তির আগে এসব শর্ত মেনে নিলেই কেবল আফগানদের প্রধান কোচের পদ থেকে ইস্তাফা দেবেন ইনজামাম।

সূত্রটি আরও জানায়, বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান তার সব শর্ত মেনে নেওয়ার কথা জানান। ফলে, তাকে তিন বছরের জন্য নিয়োগ দেয় বোর্ড। এই তিন বছরে ইনজামামকে দায়িত্ব দেওয়া হবে দলকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ২০১৯ সালের বিশ্বকাপের জন্য শক্তিশালী একটি স্কোয়াড গড়তে।

দায়িত্ব বুঝে নেওয়া ইনজামাম জানান, আমি পাকিস্তানের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলাম। তবে, আমাকে অন্তত তিন বছরের জন্য সুযোগ দিতে হবে-এমনটা চেয়েছি। এই তিন বছরে আমি চেষ্টা করব ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আসরে দলকে ভালো কিছু এনে দিতে। পাকিস্তান টেস্টে সফল হলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি ফরমেটে বর্তমানে খুবই বাজে দলে পরিণত হয়েছে। তাদের সঙ্গে নতুন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ইচ্ছুক।

তিনি আরও যোগ করেন, আমি পাকিস্তানের তিন ফরমেটের ৠাংকিংয়ের দিকে দৃষ্টি রাখব। দলের সেরা কম্বিনেশনটা খুঁজে বের করব। দলের স্কোয়াডে থাকা প্রতিটি ক্রিকেটারের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করব। আমি আশা করছি এখানে স্বাধীনভাবে কাজ করতে পারব। আমাদের ধৈর্য ধরতে হবে। খুব দ্রুতই ভালো কিছুর আশা করা যাবে না। ইনশাল্লাহ পরিবর্তন আসবেই। দেশের জন্য কাজ করতে এসেছি, ছেড়ে যাওয়ার জন্য না।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে ইনজামাম প্রতি মাসে যে বেতন পেতেন তার থেকেও অনেক কম বেতনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করতে রাজি হন দেশটির কিংবদন্তি সাবেক এই ক্রিকেটার। আফগানিস্তানের কোচ হিসেবে পাকিস্তানি মুদ্রায় মাসিক ১২ লাখ রুপি বেতন পেতেন ইনজামাম। কিন্তু পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে তাকে দেওয়া হবে মাসিক ৮ লাখ রুপি।

চার সদস্যের নির্বাচক কমিটিতে ইনজামাম ছাড়াও রয়েছেন সাবেক ওপেনার ওয়াজাহাতউল্লাহ ওয়াস্তি, সাবেক অফ স্পিনার তৌসিফ আহমেদ ও সাবেক পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম হায়দার।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।