ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ছয় দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ছয় দল

ঢাকা: শুক্রবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আলোচিত এ টুর্নামেন্টকে ঘিরে দলগুলোর সঙ্গে রোমাঞ্চিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও।

উদ্বোধনী দিনই থাকছে তিনটি ম্যাচ। যেখানে ছয়টি দলে বিভক্ত হয়ে লড়বেন জাতীয় দলের তারকারাও।

 

এবারের লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো- শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রিকেট একাডেমি, ব্রাদার্স ইউনিয়ন, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রুপগঞ্জ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, কলাবাগান ক্রীড়া চক্র, ক্রিকেট কোচিং স্কুলের ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

 

প্রথম রাউন্ডে উদ্বোধনী দিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ তারুণ্যনির্ভর ক্রিকেট কোচিং স্কুল। আর ফতুল্লায় গতবারের রানার্সআপ আবাহনী লিমিটেড খেলবে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে।


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স:
বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের এবারের আসরে আইকন ক্রিকেটার জাতীয় দলের হার্ডহিটার সাব্বির রহমান। দলে রয়েছেন ইনজুরি কাটিয়ে ফেরা টাইগার পেসার রুবেল হোসেন। শুভাগত হোম, নুরুল হাসান সোহানের মতো এই দলে মাঠ মাতাতে প্রস্তুত মেহেদী মারুফ, ইয়াসির আলি রাব্বি, নাজমুল ইসলাম অপুরা। পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিককে দলে টানতে চেয়েছিল প্রাইম ব্যাংক। তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় ডিপিএলের আসরে থাকছেন না তিনি।

এদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে মাঠে নামবেন অভিজ্ঞ ক্রিকেটার অলোক কাপালি। সঙ্গে আরও থাকছেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়, ইলিয়াস সানি, শামসুর রহমানরা। বিদেশি কোটায় এই দলে থাকবেন পাকিস্তানি ক্রিকেটার সাঈদ আনোয়ার (জুনিয়র)।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম ক্রিকেট কোচিং স্কুল:
প্রাইম দোলেশ্বরের এবার দল গুছিয়েছে অলরাউন্ডার নাসির হোসেন, আল আমিন হোসেন আর রনি তালুকদারকে নিয়ে। দলে আরও রয়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা, রাকিবুল হাসান আর রাহাতুল ফেরদৌসদের মতো তারকারা।

ক্রিকেট কোচিং স্কুল এবারের আসরে বড় চমক হিসেবেই থাকছে। তরুণদের নিয়ে সাজানো এই দলে খেলবেন একঝাঁক উঠতি তারকা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নায়ক মোহাম্মদ সাইফুদ্দিন, সালেহ আহমেদ শাওন, সাইফ হাসান, পিনাক ঘোষ আর সাঈদ সরকার এই দলের প্রধান অস্ত্র হিসেবে মাঠে থাকবেন।

আবাহনী লিমিটেড বনাম কলাবাগান ক্রীড়া চক্র:
ইতোমধ্যেই উদ্বোধনী দিনের হাইভোল্টেজ ম্যাচের তকমা পেয়ে গেছে এই দুটি দলের ম্যাচটি। কারণ, গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর নেতৃত্ব দেবেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আর কলাবাগানের নেতৃত্বে থাকছেন দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে তামিম-মাশরাফি থাকছেন প্রতিপক্ষ হিসেবে।

কাগজে-কলমে কলাবাগানের থেকে এগিয়ে আবাহনী। দলটিতে তামিম ছাড়াও রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে, চলমান আইপিএলের আসরে ভারতে থাকায় প্রথম দিকের ম্যাচগুলোতে সাকিবকে পাচ্ছেন না তামিম। এছাড়া দলে রয়েছেন গতির ঝড় তোলা তাসকিন আহমেদ, অভিজ্ঞ পেসার তাপস বৈশ্য, স্পিনার জুবায়ের হোসেন লিখনরা। আরও রয়েছেন লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্তরা। আবাহনী বিদেশি কোটায় দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কান চামারা কাপুগেদারাকে।

কলাবাগানে মাশরাফির নেতৃত্বে খেলবেন দেশের অভিজ্ঞ স্পিনার আবদুর রাজ্জাক। দলের বাজির ঘোরা হতে পারেন মেহরাব জুনিয়র, রবিউল ইসলামরা। কলাবাগানের এই দলে আরও থাকছেন সালমান ইসলাম অনিক, তাসামুল হক, দেওয়ান সাব্বির আহমেদ আর নিহাদুজ্জামানের মতো উঠতি তারকার।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।