ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শিগগিরই মুস্তাফিজদের সঙ্গে যোগ দেবেন যুবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
শিগগিরই মুস্তাফিজদের সঙ্গে যোগ দেবেন যুবি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান চলমান আইপিএলের আসরে খেলছেন হায়দ্রাবাদের হয়ে। দলটির বাকি ক্রিকেটারদের সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

তবে, এই পরিচিত মুখের মধ্যে দেখা যায়নি মুস্তাফিজের ক্লাব সতীর্থ যুবরাজ সিংকে।

 

অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে পড়ে আইপিএলের আগেই ছিটকে পড়েন দলের সেরা এই তারকা। কোনো ম্যাচ না খেলতেই বিশ্রামে যেতে হয় যুবরাজ সিংকে।

 

তবে, আইপিএলের চলমান আসরে খুব শিগগিরই তাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন যুবরাজ। আগামী ০৬ মে গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মুস্তাফিজদের সঙ্গে মাঠে নামবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) এ প্রসঙ্গে যুবরাজ জানান, মে মাসের প্রথম সপ্তাহে হায়দ্রাবাদের হয়ে আমি মাঠে ফিরবো। আশা করছি ০৬ মে আমাদের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচেই আমাকে মাঠে দেখা যাবে। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছি। যদিও সে ম্যাচের মধ্যদিয়ে মাঠে নামতে অপেক্ষায় আছি, তারপরও বলবো আমার মূল টার্গেট হায়দ্রাবাদের শেষ ছয়টি ম্যাচ।

যুবরাজ আরও জানান, গতকাল (২০ এপ্রিল) চিকিৎসকের কাছে গিয়েছি। তিনি পরীক্ষা করে জানিয়েছেন শিগগিরই আমি মাঠে নামার মতো উপযোগী হবো।

এবারের আসরে শুরুটা ভালো হয়নি যুবরাজহীন হায়দ্রাবাদের। নিজেদের প্রথম দুই ম্যাচ হারে ডেভিড ওয়ার্নারের দলটি। তবে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয় পায় শিখর ধাওয়ান-মুস্তাফিজ-ইয়ন মরগানদের দলটি।

দলের এমন অবস্থাকে শিরোপা জেতানোর জন্য ৫০-৫০ সুযোগ হিসেবে দেখছেন যুবরাজ। তিনি যোগ করেন, সাত ম্যাচ শেষে মোটামুটি বলা যায় কোন দল শিরোপা জিততে এগিয়ে রয়েছে। আমাদের পেসার আশিষ নেহরা ইনজুরিতে ছিটকে পড়েছে। আমিও দলে নেই। সুতরাং আমরা দু’জন দলে ফিরলে হায়দ্রাবাদের বোলিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হবে। আমি চেষ্টা করবো ব্যাটিংয়ের পাশাপাশি দলকে বল হাতে ভালো কিছু দেবার।

সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের আগে ছিটকে পড়েছিলেন এ ‘হার্ডহিটার’ ব্যাটসম্যান। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় আইপিএলের এবারের আসরে এখনও মাঠে নামা হয়নি তার।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।