ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার ভারত-নিউজিল্যান্ড ডে-নাইট টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এবার ভারত-নিউজিল্যান্ড ডে-নাইট টেস্ট ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচটি প্রচুর দর্শক জনপ্রিয়তা পায়। এবার সে পথে হাঁটছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কিউইদের বিপক্ষে হোম সিরিজে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলতে পারে টিম ইন্ডিয়া।

বিসিসিআই’র সেক্রেটারি অনুরাগ ঠাকুর সেরকম আভাসই দিচ্ছেন, ‘আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে এ বছরের শেষদিকে গোলাপি বলে ডে-নাইট টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। দুলিপ ট্রফিতে (ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা) এর প্রস্তুতি নেওয়া হবে। ’

ভারত-নিউজিল্যান্ড সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে এ বছরই ব্ল্যাক ক্যাপসদের ভারত সফর করার কথা রয়েছে। এ সিরিজের মধ্য দিয়েই দক্ষিণ এশিয়ার মাটিতে প্রথমবারের মতো ফ্লাড লাইটের আলোয় টেস্ট ম্যাচ উপভোগ করার সুযোগ পেতে পারেন ক্রিকেট ভক্তরা।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে ডে-নাইট টেস্ট খেলার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চলতি বছরের ডিসেম্বরে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে পাকিস্তান দল। তার আগে (নভেম্বরে) দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনটি টেস্ট খেলবে অজিরা। এ সিরিজটিতেও ডে-নাইট টেস্ট আয়োজনের প্রস্তাব দেয় সিএ। দুই দেশের ক্রিকেট বোর্ডের বিষয়টি এখনো আলোচনাধীন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।