ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দলের টানা দ্বিতীয় জয়ে দুর্বোধ্য মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
দলের টানা দ্বিতীয় জয়ে দুর্বোধ্য মুস্তাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: এ ম্যাচেও সফল মুস্তাফিজুর রহমান। ১০ উইকেটের বড় জয়ে সফল তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ।

নিজের জাত চিনিয়ে টি-টোয়েন্টির মারকাটারি ফরমেটে দলের সবচেয়ে কিপটে বোলার তিনি। তার দুর্বোধ্য কাটারগুলো কিছুতেই স্বস্তি দেয়নি গুজরাটের ব্যাটসম্যানদের। ৪ ওভার বল করে মাত্র ১৯ রান খরচ করে তুলে নিয়েছেন একটি উইকেট। তার অফ-কাটারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা। মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র একটি বাউন্ডারি পায় গুজরাটের ব্যাটসম্যানরা। সেটিও আবার মিস-ফিল্ডিংয়ের সুবাদে।

চলমান আইপিএলের ১৫তম ম্যাচে জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। চতুর্থ ম্যাচ খেলা কাটার মাস্টার মুস্তাফিজের দলটি টানা দ্বিতীয় জয় তুলে নিল। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছিল তারা।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের দলপতি ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজ সতীর্থদের দারুণ বোলিংয়ে আগে ব্যাট করা গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৩৫ রান। জবাবে, ৩১ বল হাতে রেখে কোনো উইকেট না হারিয়ে ১০ উইকেটের বিশাল জয় পায় হায়দ্রাবাদ।

টানা তিন ম্যাচ জিতে উড়তে থাকা সুরেশ রায়নার দলকে মাটিতে টেনে নামায় হায়দ্রাবাদ। ওপেনার অ্যারন ফিঞ্চ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। আরেক ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম ১৭ বলে ১৮ রান করে আউট হন। তবে, বিদায়ের আগে ক্রিজে মুস্তাফিজকে সামলানো কতটা কঠিন তা হাড়ে হাড়ে টের পেয়েছেন কিউইদের বিস্ফোরক এই ব্যাটসম্যান।

তিন নম্বরে নামা দলপতি সুরেশ রায়নার ইনিংসে ভর করে এতদূর পর্যন্ত যেতে পেরেছে গুজরাট। ৫১ বলে ৯টি চারের সাহায্যে ৭৫ রানের ইনিংস খেলেন রায়না।

দিনেশ কার্তিক ৮, ডোয়াইন ব্রাভো ৮, রবীন্দ্র জাদেজা ১৪ রান করে বিদায় নেন। আর কেউই দাঁড়াতে পারেনি হায়দ্রাবাদের বোলারদের সামনে।

হায়দ্রাবাদের হয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। মুস্তাফিজের সঙ্গে একটি করে উইকেট পান বারিন্দ্রার স্রান, দীপক হুদা আর বিপুল শর্মা। বাকিদের থেকে ইকোনমি রেট কম মুস্তাফিজের। টাইগার এই পেসার ৪.৭৫ ইকোনমি রেটে একটি উইকেট তুলে নেন।

১৩৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন হায়দ্রাবাদের দলপতি ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটি থেকেই তারা তুলে নেন জয়ের জন্য প্রয়োজনীয় রান। ওয়ার্নার ৪৮ বলে ৯টি চারের সাহায্যে করেন অপরাজিত ৭৪ রান। আর ধাওয়ানের ব্যাট থেকে আসে অপরাজিত ৫৩ রান। তার ৪১ বলের ইনিংসটি ছিল ৫টি বাউন্ডারি দিয়ে সাজানো।

১৪.৫ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় হায়দ্রাবাদ।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।