ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিটারসেনের ইনজুরি ভাবাচ্ছে না ধোনিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
পিটারসেনের ইনজুরি ভাবাচ্ছে না ধোনিকে ছবি:সংগৃহীত

ঢাকা: আইপিএলের দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের আসছে ম্যাচগুলোতে সম্ভবত ছিটকে গেছেন দলের ভরসা কেভিন পিটারসেন। শুক্রবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন ইংল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যান।

তিন নম্বরে নামা কেপি এক বল খেলেই রিটার্ডহার্ট হয়ে মাঠ ছাড়েন।

ম্যাচে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পুনে ১৩ রানে বেঙ্গালুরুর বিপক্ষে হেরেছে। আর এটি দলের টানা তিন ম্যাচে হার। সেই সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বোলারদের দিকে হারের দোষ তাক করেছেন ভারতীয় অধিনায়ক।

ধোনি বলেন, ‘আমরা ছয়টি বোলার খেলিয়েছি। তবে আমাদের শেষের ওভারগুলো ভালো ছিলো না। পরের ম্যাচে দলে অ্যালবি মরকেল অথবা মিচেল মার্শ আসতে পারে। দলের কাউকে হারানো অবশ্যই কঠিন ব্যাপার। তবে আমরা বোলিং শক্তিকে আরও বাড়াতে চাই। ’

অস্ট্রেলিয়া অলরাউন্ডার মিচেল মার্শ এখন পর্যন্ত ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৫টি উইকেট পেয়েছেন। আর আইপিএলে তার চার মৌসুমে ১৯টি উইকেট রয়েছে। অন্যদিকে অভিজ্ঞ মরকেল ২৮৫ ম্যাচে ২২৮টি উইকেট নিয়েছেন। চেন্নাই সুপার কিংস থাকাকালীন ধোনির অধীনেই মরকেল ৭৮টি উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।