ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মাহবুবুলের ব্যাটে শেখ জামালের দাপুটে জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
মাহবুবুলের ব্যাটে শেখ জামালের দাপুটে জয়

ঢাকা: জয়টা সহজ করে দিয়েছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বোলাররা, কলাবাগান ক্রিকেট একাডেমিকে ১৫২ রানে অলআউট করে। বাকি কাজটা আরও সহজ করে দিলেন শেখ জামালের ওপেনার মাহবুবুল করিম।

তার ৭২ বলে ৭৮ রানের দারুণ ইনিংসে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিল মাহমুদুল্লাহ রিয়াদ-সোহাগ গাজীদের ক্লাবটি।

 

ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১৫৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে জয়রাজ শেখ ও মাহবুবুল যোগ করেন ৮০ রান। যার মধ্যে জয়রাজের অবদান ১৪ রান।   দলীয় ১০৯ রানে মাহবুবুলের উইকেট হারায় শেখ জামাল। এরপর মাহমুদউল্লাহ ও মার্শাল আইয়ুব জুটি বেধে  ২৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। মার্শাল ৩১ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ২১ রানে অপরাজিত থাকেন।

 

মাহবুবুলের উইকেটটি নেন বিশ্বনাথ হালদার।

সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলাবাগান। ইরফান শুক্কুর ও মায়শুকুর রহমান ওপেনিং জুটিতে ৩৫ রান এনে দেন। ১৩ রান করে মায়শুকুরের বিদায়ের পর নিয়মিত উইকেট হারালে খুব বেশি দূর যেতে পারেনি কলাবাগান ক্রিকেট একাডেমি। ৪৪.৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় ক্লাবটি।

মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ২৫ রান। দলের আট নম্বর ব্যাটসম্যান বিশ্বনাথ হালদার করেন ২২ রান। ১৯ রান করেন ওপেনার মায়শুকুর রহমান।

মিডিয়াম পেসার মুক্তার আলী নেন চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন অফস্পিনার সোহাগ গাজী ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।