ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যুবরাজের টেস্ট ক্রিকেটে ফেরার আকুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
যুবরাজের টেস্ট ক্রিকেটে ফেরার আকুতি ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় সাড়ে তিন বছর হলো টেস্ট ক্রিকেটের বাইরে যুবরাজ সিং। কিন্তু ভারতের হয়ে পাঁচ দিনের ম্যাচে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার।

ক্যারিয়ারের ‘শেষদিকে’ এসে টেস্ট ক্যারিয়ারে দৃষ্টি রাখছেন তিনি। আবারো যে সাদা পোশাক গায়ে জড়াতে চান যুবরাজ।

সবশেষ ২০১২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ৪০তম টেস্ট খেলেন যুবরাজ। মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করার কারণে তাকে ক্রিকেটের বাইরে থাকতে হয়। সুস্থ হয়ে মাঠে ফিরলেও ‍আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা নিজের ছায়া হয়ে থাকেন অভিজ্ঞ এ ক্রিকেটার।

ক্যান্সারকে জয় করে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর গত প্রায় চার বছরে মাত্র তিনটি টেস্ট ও ১৯টি ওয়ানডে খেলেন যুবরাজ। সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৩ সালের ডিসেম্বরে। যদিও টিম ইন্ডিয়ার টি-২০ টিমে তিনি পরিচিত মুখ।

এখন টেস্ট ক্রিকেটে ফিরতে মরিয়া যুবরাজ। যেখানে পরবর্তী ১২ মাসে ঘরের মাঠে ১৭টি টেস্ট খেলার সূচি চূড়ান্ত। দলে ডাক পাওয়ার ব্যাপারেও আশা ছাড়ছেন না ৪০ টেস্টে ১৯০০ রানের মালিক যুবরাজ। নির্বাচকরা তার আকুতিতে সাড়া দেবেন কিনা সেটিই এখন দেখার বিষয়!

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘নিশ্চিতভাবেই এখানে একটা সুযোগ আছে। সামনে ১৩-১৫টি টেস্ট খেলবে ভারত। আমি গত কয়েক মৌসুমে রঞ্জি ট্রফিতে ছয়-সাতটি সেঞ্চুরি করেছি। আমি আবারো টেস্ট খেলতে চাই...কিন্তু দল নির্বাচনটা আমার হাতে নেই। আমি শুধু নিজের সেরাটা দিতে পারি। ’

এ বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ (চারটি টেস্ট), নিউজিল্যান্ড (তিনটি) ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবেন বিরাট কোহলিরা। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অংশ নিতে অস্ট্রেলিয়া সফর করবে টিম ইন্ডিয়া।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।