ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ধোনিদের বিপক্ষে মাঠে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ধোনিদের বিপক্ষে মাঠে সাকিব ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান আইপিএলের ২০তম ম্যাচে মাঠে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দল কলকাতা নাইট রাইডার্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস মুখোমুখি হয়েছে।

কলকাতা নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামলেও সাকিব দলের হয়ে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছেন।

 

পুনের ঘরের মাঠ মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামে দুই দল।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার দলপতি গৌতম গম্ভীর।

৪ ম্যাচ খেলে তিন জয় আর এক পরাজয়ে গৌতম গম্ভীরের নেতৃত্বে খেলা দলটির অর্জন ৬ পয়েন্ট। অপরদিকে, টেবিলের আট দলের মধ্যে সাত নম্বরে অবস্থান করছে পুনে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলা দলটি ৪ ম্যাচ খেলে একটি জয় পেলেও হেরেছে তিন ম্যাচে।

আইপিএলের অষ্টম ম্যাচে এবারের আসরে প্রথম মাঠে নামেন সাকিব। মুস্তাফিজদের দল হায়দ্রাবাদের বিপক্ষে সে ম্যাচে জয়ী দলে থাকা সাকিব বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। মোহলিতে অনুষ্ঠিত ১৩তম ম্যাচেও কলকাতার হয়ে মাঠে নামেন সাকিব। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচে ৪ ওভার বল করে কোনো উইকেট না পেয়ে সাকিব খরচ করেন ২৮ রান। আর ব্যাট হাতে ১৫ বলে করেন ১১ রান। সে ম্যাচেও জয় পায় কলকাতা।

টাইগার অলরাউন্ডারের প্রতি আস্থা রেখেই এ ম্যাচে তাকে খেলাচ্ছে কলকাতা।

পুনে সুপারজায়ান্টস একাদশ: ফাফ ডু প্লেসিস, আজিঙ্কা রাহানে, স্টিভেন স্মিথ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শুব্র তিওয়ারি, থিসারা পেরেরা, রজত ভাটিয়া, অ্যালবি মরকেল, রবিচন্দ্রন অশ্বিন, মুরুগাও অশ্বিন ও অঙ্কিত শর্মা।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, রাজাগোপাল সতিশ, সূর্যকুমার যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, পিযুষ চাওলা, সুনিল নারাইন, উমেশ যাদব ও মরনে মরকেল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।