ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের কিপটে বোলিংয়ে কলকাতার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
সাকিবের কিপটে বোলিংয়ে কলকাতার জয় ছবি : সংগৃহীত

ঢাকা: কলকাতার পঞ্চম ম্যাচে আর সাকিবের খেলা তৃতীয় ম্যাচে দলের সেরা বোলার টাইগারদের এই সেরা অলরাউন্ডার। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।

মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস ব্যাটসম্যানদের মোটেই স্বস্তিতে থাকতে দেননি সাকিব। দলও জিতেছে দুই উইকেটের ব্যবধানে।

আগে ব্যাট করা পুনে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬০ রান। জবাবে, তিন বল হাতে রেখে জয় তুলে নেয় ৮ উইকেট হারানো কলকাতা।

পুনের হয়ে ওপেনিংয়ে নামেন আজিঙ্কা রাহানে আর ফাফ ডু প্লেসিস। রাহানে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করলেও ব্যক্তিগত ৪ রান করে সাকিবের অসাধারণ এক ডেলিভারিতে বোকা হয়ে বোল্ড হন প্লেসিস। রাহানের ৫২ বলে সাজানো ইনিংসে ছিল ৪টি চার আর তিনটি ছক্কা।

তিন নম্বরে নামা অজি দলপতি স্টিভেন স্মিথ রান আউট হওয়ার আগে ২৮ বলে করেন ৩১ রান। লঙ্কান ব্যাটসম্যান থিসারা পেরেরা ১২, অ্যালবি মরকেল ১৬ রান করে বিদায় নেন। দলপতি ধোনি ১২ বল মোকাবেলা করে ২৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

কলকাতার বাকি বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন সুনীল নারাইন, সতিশ আর উমেস যাদব।

১৬১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন কলকাতার ওপেনার রবিন উথাপ্পা ও দলপতি গৌতম গম্ভীর। রানের খাতা খোলার আগেই বিদায় নেন উথাপ্পা। আর গম্ভীর করেন ১১ রান। চার নম্বরে ব্যাট হাতে নেমে সাকিব মাত্র ৩ রান করে বোল্ড হন।

এরপর জুটি গড়েন তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ও ইউসুফ পাঠান। এ জুটি থেকে আসে ৫১ রান। ২৭ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৬ রান করে ফেরেন পাঠান। আর ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন সূর্যকুমার। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৬টি চার আর দুইটি ছক্কার মার।

শেষ দিকে ক্যারিবীয়ান তারকা আন্দ্রে রাসেল ১১ বলে দুটি ছক্কায় ১৭ রান করেন। ৮ বলে একটি ছক্কায় ১০ রান করেন সতিশ। শেষ ওভারে কলকাতার দরকার ছিল ৭ রান। প্রথম বলে ডাবল নিলেও দ্বিতীয় বলে আউট হন পিযুষ চাওলা (৮)। তবে তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে নেন উমেস যাদব।

পুনের হয়ে দুটি করে উইকেট নেন অ্যালবি মরকেল, রজত ভাটিয়া আর থিসারা পেরেরা। ২ ওভারে ২১ রান খরচ করেও উইকেট শূন্য থাকতে হয় রবীচন্দ্রন অশ্বিনকে।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।