ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘মোস্ট ওয়ান্টেড’ মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
‘মোস্ট ওয়ান্টেড’ মুস্তাফিজ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ব ক্রিকেটে বর্তমানে এক বিস্ময় বালকের নাম মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এই পেসারকে নিয়ে সারা দুনিয়া জুড়েই গবেষণা চলছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেও তাকে নিয়ে মেতেছিল বিশ্ব। এরপর মুস্তাফিজ যোগ দেন আইপিএলের আসরে। সেখানেও যথারীতি দুর্বোধ্য হয়ে ওঠা মুস্তাফিজকে নিয়ে চলছে গবেষণা।

 

আর এমন গবেষণা করতে গিয়ে মুস্তাফিজকে নিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। যেন ‘মুস্তাফিজ’ কোনো পাঠ্য বিষয়ের নাম! কাটার মাস্টারকে জানার জন্য তাদের সাহায্য নিতে হচ্ছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র।

 

ক্রিকইনফো জানাচ্ছে গত কয়েকদিনে ভারতীয়দের বর্তমান সেরা তারকা বিরাট কোহলির থেকেও বেশি খোঁজা হচ্ছে মুস্তাফিজকে। তাদের পেজে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় কোহলির থেকেও উপরে মুস্তাফিজ।

কেনই বা মুস্তাফিজকে খোঁজা হবে না? দেশের মাটিতে দুর্দান্ত মুস্তাফিজ ভারতের মাটিতে বিশ্বমঞ্চে আর আইপিএলের মঞ্চে যে গল্প রচনা করছেন তাতে ক্রিকেটপ্রেমীরা স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করতে পারেন। আইপিএলের পর কাটার মাস্টার খেলবেন ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব সাসেক্সে।

‘বিস্ময় বালক মুস্তাফিজ’ এই বিশেষণ ছাড়া অন্য কোনো বিশেষণে তাকে ভূষিত করতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

ক্রিকইনফোর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, খোঁজাখুজির এই তালিকায় মুস্তাফিজ রয়েছেন দুই নম্বরে। দক্ষিণ আফ্রিকান তাবরাইজ শামসিকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। তালিকায় তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি। চার, পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে রয়েছেন ভারতের ক্রুনাল পান্ডে, রাজাগোপাল সতিশ ও লোকেশ রাহুল।

তালিকায় সাত নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ, আটে অস্ট্রেলিয়ান কেন রিচার্ডসন, নয়ে ভারতের নিখিল নায়েক আর দশে রয়েছেন আরেক ভারতীয় মুরুগাওন অশ্বিন। আইপিএলের জমজমাট আসরের সৌজন্যেই এসব উঠতি তারকা ক্রিকেটারদের নিয়ে সবার এতো আগ্রহ।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।