ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

সাইফ-সালমানের সেঞ্চুরির পরও সিসিএসের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
সাইফ-সালমানের সেঞ্চুরির পরও সিসিএসের হার ছবি: সংগৃহীত

ঢাকা: সাইফ হাসান আর সালমান হোসাইনের অসাধারণ সেঞ্চুরির পরও জিততে পারেনি ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ৫ রানে জিতে নিয়েছে দারুণ জমে উঠা এই ম্যাচটি।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংকের দলপতি শুভাগত হোম টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ৪৮.৩ ওভারে অলআউট হওয়ার আগে প্রাইম ব্যাংক ২৫৭ রান সংগ্রহ করে। জবাবে, সাইফ হাসান আর সালমান হোসেনের শতকের পরও নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রানে থেমে যেতে হয় রাজিন সালেহর নেতৃত্বে খেলা তারুণ্যনির্ভর ক্রিকেট কোচিং স্কুলকে।

প্রাইমের ওপেনার মেহেদি মারুফ ১৯ ও সিনাজ আহমেদ ৩৬ রান করে আউট হন। লঙ্কান তারকা দিলশান মুনাবেরা ৪ রান করে বিদায় নেন। টাইগারদের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ১৬ রান। দলপতি শুভাগত হোম করেন ১৪ রান।

তবে, মিডল অর্ডারে নামা তাইবুর রহমান ৭২ বলে ৪টি চার আর একটি ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস। ইয়াসির আলির ব্যাট থেকে আসে ৫৩ রান। নুরুল হাসান সোহান করেন ১৪ রান।

ক্রিকেট কোচিংয়ের হয়ে তিনটি উইকেট নেন ১০ ওভারে ৪৫ রান দেওয়া নাসুম আহমেদ। আর দুটি করে উইকেট দখল করেন মোহাম্মদ সাইফুদ্দিন, রিফাতুজ্জামান ও সালেহ আহমেদ শাওন।

২৫৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার উত্তম সরকার (৫) এবং পিনাক ঘোষ (৭) দ্রুতই সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা সাইফ হাসান ১৪১ বল মোকাবেলা করে ৭টি চার আর তিনটি ছক্কায় ১০০ রান করে বিদায় নেন। আর চার নম্বরে ব্যাটিংয়ে আসা সালমান হোসেন ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে করেন ১১০ রান। তার ১৩৭ বলে সাজানো ইনিংসে ছিল ৮টি চার আর তিনটি ছক্কার মার।

সাঈদ সরকার ১০ রান করে বিদায় নেন। রাজিন সালেহ ১ রান করে অপরাজিত থাকেন।

প্রাইমের হয়ে তিনটি উইকেট নেন ইনজুরি থেকে ফেরা টাইগার পেসার রুবেল হোসেন। ৯ ওভার বল করে ৪৮ রান খরচ করেন তিনি। এছাড়া দুটি করে উইকেট দখল করেন শুভাগত হোম ও মনির হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ২৬ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।