ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘রান মেশিন’র ব্যাটে এবার সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
‘রান মেশিন’র ব্যাটে এবার সেঞ্চুরি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশের মিডলঅর্ডারের স্তম্ভ মুশফিকুর রহিমের টি-টোয়েন্টিতে মাঝে বাজে সময় কাটালেও তার প্রভাব পড়তে দেননি ওয়ানডে ফরমেটে। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের আসরে দারুণ ব্যাটিং করে চলেছেন টাইগারদের ‘রান মেশিন’।

 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে অসাধারণ এক শতক হাঁকিয়েছেন মুশফিক। বিকেএসপির তিন নম্বর মাঠে ভিক্টোরিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নামে মুশফিকের মোহামেডান। আর ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শতক হাঁকান টাইগারদের টেস্ট দলপতি।

 

১০৮ বলে ৪টি বাউন্ডারি আর ৫টি ওভার বাউন্ডারির সাহায্যে মুশফিক তার ১০৪ রানের ইনিংস সাজান। তার ব্যাট ভর করে মোহামেডান ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করেছে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে গত ২৪ এপ্রিল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিল মুশফিকের মোহামেডান। সে ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ইনিংস সর্বোচ্চ ৭২ রান। ৮০ বলে ৯টি চারের পাশাপাশি একটি ছক্কাও হাঁকিয়েছিলেন মুশফিক। সে ম্যাচে তার দল জিতেছিল ৭৮ রানের ব্যবধান নিয়ে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।