ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃথা গেলো মুশফিকের সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
বৃথা গেলো মুশফিকের সেঞ্চুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মুশফিকুর রহিমের অসাধারণ সেঞ্চুরির পর হারলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।

৮ বল ও ২ উইকেট হাতে রেখে জয় পায় মমিনুল হক, নাদিফ চৌধুরি, সোহরাওয়ার্দি শুভ, আল আমিনদের ভিক্টোরিয়া।

 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে দলপতি মুশফিকের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ৯ উইকেটে ২৪৭ রান করে মোহামেডান। জবাবে, ৪৮.৪ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ভিক্টোরিয়া।

 

মোহামেডানের দুই ওপেনার সৈকত আলি (১২) আর লঙ্কান তারকা উপুল থারাঙ্গা (২১) বিদায় নেন। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিন নম্বরে নামা হাবিবুর রহমান। তবে, চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ১০৮ বলে ৫টি চার আর ৫টি ছক্কায় ১০৪ রান করেন মুশফিক। গত ম্যাচে ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেছিলেন এই টাইগার ব্যাটসম্যান।

নাঈম ইসলাম ৫, ফয়সাল হোসেন ২৬, নাজমুল হোসেন মিলন ১৯, এনামুল হক জুনিয়র ৪ রান করে বিদায় নিলেও আরিফুল হক ৪২ রান করে অপরাজিত থাকেন।

ভিক্টোরিয়ার হয়ে সোহরাওয়ার্দি শুভ ১০ ওভারে ২৯ রান খরচায় সর্বোচ্চ চারটি উইকেট তুলে নেন। দুটি উইকেট পান চতুরাঙ্গা ডি সিলভা। ডলার মাহমুদ একটি উইকেট লাভ করেন।

২৪৮ রানের টার্গেটে ওপেনার ফজলে মাহমুদ ২ রান করে বিদায় নিলেও আরেক ওপেনার আবদুল মজিদের ব্যাট থেকে আসে ৫৫ রান। মুমিনুল হক করেন ইনিংস সর্বোচ্চ ৬৭ রান। তার ৬৯ বলের ইনিংসে ছিল ৭টি চার আর একটি ছক্কার মার।

আল আমিন ২৭, ডি সিলভা ৩৮ রান করে আউট হন। দলপতি নাদিফ চৌধুরি ৩৯ বলে তিনটি চার আর চারটি ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন।

মোহামেডানের হয়ে দুটি করে উইকেট নেন নাঈম ইসলাম, হাবিবুর রহমান আর এনামুল হক জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৬
এমআর

**
‘রান মেশিন’র ব্যাটে এবার সেঞ্চুরি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।