ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জাতির কাছে ক্ষমা চাইলেন শাহাদাত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
জাতির কাছে ক্ষমা চাইলেন শাহাদাত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: ‘নিজের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি অনুতপ্ত। আমি পুরো দেশ ও জাতির কাছে ক্ষমা চাচ্ছি।

’ দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে এভাবেই নিজের ভুল স্বীকার করা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে থাকা পেসার শাহাদাত হোসেন রাজীব আবারো ক্রিকেটে ফেরার আবেদন জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন শাহাদাত। ঢাকা প্রিমিয়ার লিগের ব্রাদার্স-কলাবাগান ক্রিকেট একাডেমির ম্যাচ চলার সময় গ্রান্ডস্টান্ডে সংবাদ সম্মেলন করে নিজের ভুল স্বীকার করেন শাহাদাত।

শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় বিচারাধীন এই ক্রিকেটার আরেকবার খেলার সুযোগ চেয়েছেন। গত সেপ্টেম্বরে গৃহপরিচারিকা নির্যাতনের মামলায় জেল খেটে জামিনে রয়েছেন শাহাদাত।

শাহাদাত তার লিখিত বক্তব্যে জানান, ‘আমি ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সকল ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তা এবং সতীর্থ খেলোয়াড়দের নিকট ক্ষমা চাচ্ছি। মানুষ মাত্রই ভুল করে। আমিও একটা ভুল করেছি। আমি বিশ্বাস করি, দেশ ও দেশের ক্রিকেটকে আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে। ’

আবেগাপ্লুত শাহাদাত আরও জানান, ‘ক্রিকেটেই আমার ধ্যান–জ্ঞান, পেশা। আপনাদের মাধ্যমে (সংবাদমাধ্যম) দেশবাসীর সহায়তা চাই। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ফিরতে চাই। ক্রিকেটের স্বার্থে, জীবিকা নির্বাহের তাগিদে দ্রুতই ক্রিকেটে ফিরতে চাই। এ ব্যাপারে দেশবাসী ও ক্রিকেট বোর্ডসহ সকলের কাছে মিনতি করছি অতীতের ভুল শুধরে আপনাদের আগের শাহাদাত হয়ে ফিরতে চাই আমি। নিজের অতীত কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত। ’

মানবিক দিক বিবেচনা করে ক্রিকেটে ফিরতে দেওয়ার আর্জি জানিয়ে শাহাদাত যোগ করেন, ‘সবচেয়ে বড় কথা, ক্রিকেট বোর্ডের ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবনা। যখন আমি যখন ইনজুরিতে পড়েছিলাম তখন ক্রিকেট বোর্ডই আমাকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছিল চিকিৎসার জন্য। বোর্ডের জন্যই আমি আজকের এই শাহাদত হোসেন। ’

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।