ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দিবা-রাত্রির একটি টেস্ট খেলতে চায় অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
দিবা-রাত্রির একটি টেস্ট খেলতে চায় অজিরা ছবি:সংগৃহীত

ঢাকা: আগামী গ্রীস্মে পর পর দুটি সিরিজে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজন করার পরিকল্পনা করেছে ক্রিকেট ‍অস্ট্রেলিয়া। তবে দেশটির ক্রিকেটাররাই বাধ সেধেছেন।

অজি ক্রিকেটাররা জানিয়েছেন, একটি ম্যাচই যথেষ্ট। প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেডে একটি ম্যাচ ও পরে পাকিস্তানের বিপক্ষে গ্যাবায় অন্য ম্যাচটি আলোর নিচে হওয়ার কথা রয়েছে।

সিএ ইতোমধ্যে অ্যাডিলেড টেস্টের ব্যাপারে দু’দলের ক্রিকেটারদেরই সম্মতি নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ক’দিন আগে প্রোটিয়া ক্রিকেটাররা জানিয়েছে, দিবা-রাত্রির টেস্ট ও গোলাপি বলে খেলার ব্যাপারে তারা আগ্রহী না। এসব বিষয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিটাইর নোকোলসন দীর্ঘ এক সভা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেসম সান্ডরল্যান্ডের সঙ্গে।

পরে নিকোলসন জানান, দ.আফ্রিকা ইতোমধ্যে দিবা-রাত্রির ম্যাচ না খেলার ব্যাপারে জানিয়েছে। এখানে আরও অনেক বিষয় রয়েছে। এছাড়া আমাদের ক্রিকেটাররাও এখনও গোলাপি বলে খেলার ব্যাপারে পুরোপুরি প্রস্তুত নয়। হ্যা, এই ফরম্যাটে ক্রিকেটের উন্নতি হবে নিঃসন্দেহে। তবে ২০১৬-১৭ মৌসুমে অজি ক্রিকেটাররা একটির বেশি দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি নয়।

গত বছর অ্যাডিলেডের ওভালে ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বিভিন্ন কারণে সফল হলেও তিন দিনেই সম্পাতি ঘটে। আর ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটাররাই ম্যাচ সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।