ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভিন্ন ম্যাচে মাঠে নামছেন সাকিব-মুস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
ভিন্ন ম্যাচে মাঠে নামছেন সাকিব-মুস্তাফিজরা ছবি:সংগৃহীত

ঢাকা: আইপিএলে শনিবার (৩০ এপ্রিল) মাঠে গড়াচ্ছে দুটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

আর রাত সাড়ে আটটায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাস।

কলকাতা নিজেদের ছয় ম্যাচে চারটিতে জয় ও দুটিতে হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে চারে রয়েছে দিল্লি। এবারের আসরে কলকাতা ও দিল্লির প্রথম সাক্ষাতে গৌতম গম্ভিরের দল নয় উইকেটর বড় ব্যবধানে জয় পেয়েছিলো।

তবে এ ম্যাচটি দিল্লি মাঠ ফিরোজ শাহ কোটলায় হওয়ায় হিসেব-নিকেশ করেই মাঠে নামতে হবে দুইবারের চ্যাম্পিয়নদের। কলকাতার হয়ে এ ম্যাচে নামার সম্ভাবনা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

অন্যদিকে ঘরের মাঠ রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে বেঙ্গালুরুকে আতিথিয়েতা জানাবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ এখন পর্যন্ত নিজেদের ছয় ম্যাচে তিন জয় ও সমান হারে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে। তবে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হারে সাতে রয়েছে বেঙ্গালুরু।

দু’দলের প্রথম দেখায় জয় তুলে নিয়েছিলো বেঙ্গালুরু। তবে সে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর এ ম্যাচে মাঠ কাঁপাতে পারেন তরুণ এই পেসার। তবে এ ম্যাচে মাঠে নামছেন বেঙ্গলুরুর ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আসর চলাকালীন কন্যা সন্তান হওয়ায় ছুটিতে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।