ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পয়েন্ট সিস্টেমে রাজি পাকিস্তান-শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
পয়েন্ট সিস্টেমে রাজি পাকিস্তান-শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: শুধুমাত্র ম্যাচ হার নয় পূর্ণাঙ্গ সিরিজ নির্ধারণ হবে পয়েন্ট ব্যবধানে। ইংল্যান্ডে আসছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের সফরকে কেন্দ্র করে দু’দেশের বোর্ডকে এমনই প্রস্তাব দিয়েছিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

আর আগামী এই সফরগুলোর এমন প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

 

আগামী মে ও জুনে লঙ্কানরা ইংল্যান্ড সফর করবে। আর জুলাই থেকে আগস্টে আসবে পাকিস্তান। এ সময় থাকবে পয়েন্ট ব্যবস্থা। টেস্টের জন্য চার পয়েন্ট ও সীমিত ওভারের ম্যাচের জন্য দুই পয়েন্ট নির্ধারিত থাকবে। সর্বশেষ নারী অ্যাশেজে পয়েন্টের ভিত্তিতে সিরিজ নির্ধারণ হয়েছিলো।

 

শ্রীলঙ্কা ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অপরদিকে পাকিস্তান চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।