ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের হারালো সাব্বির-শুভাগতরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
মাশরাফিদের হারালো সাব্বির-শুভাগতরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রকে ৪৭ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন শুভাগত হোমের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফলে, টানা তৃতীয় পরাজয়ের স্বাদ নিয়েছে কলাবাগান।

আর একটি পরাজয়ের পর টানা দ্বিতীয় জয় তুলে নিলো প্রাইম ব্যাংক।

 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংক ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে করে ২৮০ রান। জবাবে, ৪৫.৪ ওভার ব্যাট করে ২৩৩ রানে থেকে যায় কলাবাগানের ইনিংস।

 

প্রাইম ব্যাংকের হয়ে ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন দলপতি শুভাগত হোম। ওপেনার মেহেদি মারুফ ৩৭ ও নুরুল হাসান সোহান ১৮ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নামা সাব্বির রহমান ৪৯ বলে ৮টি চারের সাহায্যে করেন ৫৩ রান। এছাড়া অর্ধশতকের দেখা পেয়েছেন তাইবুর রহমান (৫২)।

কলাবাগান দলপতি মাশরাফি ১০ ওভারে ৫৬ রান খরচ করে তুলে নেন সর্বোচ্চ চারটি উইকেট। দুটি করে উইকেট দখল করেন দেওয়ান সাব্বির, আবদুর রাজ্জাক আর শরিফুল্লাহ।

২৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কলাবাগানের ওপেনার সাদমান ইসলাম ৪৫ ও জসিমউদ্দিন ২৫ রান করে বিদায় নেন। জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন। তার ৭২ বলে সাজানো ইনিংসে ছিল ৯টি চারের মার।

এছাড়া, মেহরাব হোসেন জুনিয়র ২৭, শরিফুল্লাহ ১৯ আর রাজ্জাক ১৯ রান করলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমে কলাবাগানের।

প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট দখল করেন রাইহান উদ্দিন। দুটি করে উইকেট পান রুবেল হোসেন, শুভাগত হোম ও মনির হোসেন।

এর আগে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক নিজেদের প্রথম ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে ১০৬ রানে হেরেছিল। তবে, নিজেদের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ৫ রানে জেতে প্রাইম ব্যাংক। অপরদিকে, মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র নিজেদের প্রথম ম্যাচে আবাহনীর বিপক্ষে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় রাউন্ডে প্রাইম দোলেশ্বরের বিপক্ষেও ৪ রানের ব্যবধানে হেরেছিল।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।