ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সোমবার শুরু নারীদের প্রিমিয়ার লিগ ক্রিকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মে ১, ২০১৬
সোমবার শুরু নারীদের প্রিমিয়ার লিগ ক্রিকেট

ঢাকা: নারীদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৫-১৬ মৌসুমের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সোমবার (০২ মে) থেকে শুরু হবে এবারের আসর।

 

লিগের উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ইন্দিরা রোড ক্রীড়া চক্র। গুলশান ইয়ুথ ক্লাব মাঠে সকাল ৯টায় শুরু হবে ৫০ ওভারের ম্যাচটি।

প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে সাতটি দল। দলগুলো হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, গুলশান ইয়ুথ ক্লাব, খেলাঘর সমাজ কল্যান সমিতি, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও বিকেএসপি।

লিগপর্বের খেলা শেষ হবে আগামী ২১ মে। পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল উঠবে সুপার লিগে। সুপার লিগের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ০১ মে ২০১৬
এসকে/এমআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।