ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিনের বোলিং ভিডিও করার নির্দেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ১, ২০১৬
তাসকিনের বোলিং ভিডিও করার নির্দেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল গুজরাট লায়ন্সের কোচের দায়িত্ব পালন করছেন স্ট্রিক।

আর তাসকিন আবাহনীর হয়ে খেলছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)।

 

তরুণ এই পেসারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর রীতিমত অবাক হয়েছিলেন স্ট্রিক। নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর অভিষেক থেকে বিভিন্ন ম্যাচে তাসকিনের ভিডিও ফুটেজগুলো দেখেছেন স্ট্রিক। তখনও তিনি কোনো ভিন্নতা খুঁজে পাননি। পরে দেশে ফিরে তাসকিনকে নিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় নেমে পড়েন স্ট্রিক।

 

জিম্বাবুইয়ান সাবেক অধিনায়ক স্ট্রিকের কাছে তাসকিনের বোলিং আপত্তিকর মনে হলে তাকে ডিপিএল না খেলার পরামর্শ দেবেন বলে জানা যায়। তখন তাসকিনকে শুধুই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে বলবেন জাতীয় দলের এই বোলিং কোচ।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবারের আসরে দলগুলোর জন্য ভিডিও ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ করেছে। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে, স্ট্রিকের নির্দেশ মোতাবেক বিসিবি চাইলে ডিপিএল ম্যাচে ভিডিও করা হতে পারে। এবারের ডিপিএল গড়াচ্ছে তিনটি ভিন্ন ভেন্যুতে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম আর বিকেএসপির তিন নম্বর মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। ভিডিও করার জন্য ম্যাচ হতে হবে মিরপুর স্টেডিয়ামে। যদি ফতুল্লা কিংবা সাভারের বিকেএসপি মাঠে হয় তবে সম্ভব হবে না ভিডিও করা।

এখানেও রয়েছে সমস্যা। কোনো এক অজ্ঞাত কারণে মিরপুরে খেলতে চায় না তাসকিনের ক্লাব আবাহনী। তামিম ইকবালের নেতৃত্বে খেলা আবাহনী নিজেদের তৃতীয় রাউন্ড শেষ করলেও চতুর্থ রাউন্ডের সূচি হাতে পায়নি। তাই তাসকিনের পরবর্তী ডিপিএল ম্যাচে ক্যামেরা বসানো যদি সম্ভব হয়, সেক্ষেত্রে রেকর্ডের দায়িত্বে থাকবেন বিসিবির কম্পিউটার বিশ্লেষক নাসির আহমেদ। তিনিই ফুটেজগুলো পাঠাবেন হিথ স্ট্রিকের কাছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র থেকে জানা যায়, ইমেইলের মাধ্যমে স্ট্রিক আবাহনীর পরবর্তী ম্যাচে তাসকিনের বোলিং ভিডিও করার নির্দেশনা দিয়েছেন। পুনর্বাসন প্রক্রিয়ায় তাসকিনের অ্যাকশনে কতটা উন্নতি হয়েছে তা জানতেই বোলিং অ্যাকশনের ভিডিও করার নির্দেশ দিয়েছেন টাইগারদের বোলিং কোচ।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ০১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।