ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মহান মে দিবসে টাইগারদের শ্রদ্ধাজ্ঞাপন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মে ১, ২০১৬
মহান মে দিবসে টাইগারদের শ্রদ্ধাজ্ঞাপন ছবি: সংগৃহীত

ঢাকা: প্রতি বছর ০১ মে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক শ্রম দিবস বা মে দিবস। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস।

পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকেন। আর এই দিবসে টাইগার ক্রিকেটাররা শ্রমজীবী মানুষদের সম্মান জানিয়ে তাদের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন।

 

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, টাইগারদের রানমেশিন মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানিরা তাদের নিজ নিজ পেজে শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে সম্মানজ্ঞাপন করেছেন।

আইপিএলের আসরে থাকা সাকিব ভারত থেকে তার ফেসবুকে লিখেছেন, On this May Day I thank all the hard-working laborers putting forth their labor to move the country forward. – Shakib

মহান মে দিবসে আমি সেইসব পরিশ্রমী শ্রমিকদের ধন্যবাদ জানাচ্ছি যাদের কঠোর পরিশ্রমে বাংলাদেশ এগিয়ে চলছে দুরুন্ত গতিতে। -সাকিব।

আরাফাত সানি তার পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন ‘কাজের মতো প্রশংসনীয় কিছুই নেই .... !!’

মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বের সকল শ্রমজীবীর উদ্দেশ্যে লিখেছেন, ‘Labor was the first price, the original purchase-money that was paid for all things. It was not by gold or by silver, but by labor, that all wealth of the world was originally purchased. Happy Labor Day to all laborers.’

আইপিএলের আসর মাতাতে থাকা টাইগার কাটার মাস্টার মুস্তাফিজ তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা, ‘মহান মে দিবসে আমি সেইসব পরিশ্রমী শ্রমজীবীদের ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ এগিয়ে চলছে...মুস্তাফিজুর রহমান’

সাব্বির রহমান লিখেছেন, ‘We should respect every single hardworking hand who building our nation.
Respect!!’

মুশফিকের পেজে দেখা যায় গ্রাউন্ডসম্যানদের সঙ্গে তোলা সেলফির একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘International workers day or labour day whatever u may call,they don't have any off days...Lots of respect for these hard working men...May Allah bless them..!!!’

আরেকটি পোস্টে তিনি লিখেছেন, Work is not man's punishment, It is his reward, and his strength..and his pleasure. Respect to everyone working their heart out everyday of the week!

টাইগার ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘সকল শ্রমজীবী মানুষ, যাদের ত্যাগ ও কষ্টে আমাদের এই দেশটা এত সুন্দর তাদের কে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকলের কাছে আমার অনুরোধ আসুন শিশু শ্রম বন্ধ করি ও শ্রমিকদের সম্মান করতে শিখি। তারাও আমাদের মতো মানুষ ‪#‎সৌম্য সরকার। ’

বিশ্বের প্রায় ৮০টি দেশে ০১ মে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে দিবসটি বেসরকারিভাবে পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।