ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার স্মিথকে হারালো পুনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ২, ২০১৬
এবার স্মিথকে হারালো পুনে স্টিভেন স্মিথ-ছবি:সংগৃহীত

ঢাকা: একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে আইপিএলের দল রাইজিং পুনে সুপারজায়ান্টসকে। দলটির সর্বশেষ আঘাত এলো অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের ইনজুরির খবরে।

হাতের কবজির ইনজুরির কারণে চলতি মৌসুমে আর মাঠে নামতে পারবেন না তিনি।

মাহেন্দ্র সিং ধোনির দল এ নিয়ে চার বিদেশি তারকাকে হারালো। এর আগে কেভিন পিটারসেন, ফাফ ডু প্লেসিস ও মিচেল মার্শ ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন।

স্মিথের ইনজুরি পুনেকে ভালোই ভোগাবে। কারণ চলতি মৌসুমে তারা নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না। কিন্তু দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন প্রতিভাবান এ ব্যাটসম্যান। ২০১৬ আইপিএলে পুনের হয়ে প্রতিটি ম্যাচ খেলা স্মিথ এবার অভিষেক টি-টোয়েন্টি সেঞ্চুরিও করেছিলেন।

এদিকে চলতি মৌসুমে বাজে অবস্থায় রয়েছে পুনে। এর মাঝে ইনজুরির সমস্যা। পিটারসেন ও ডু প্লেসিসের পরিবর্তে দলে নাম লেখানো হয়েছে অজি ব্যাটসম্যান উসমান খাজার নাম। তবে মিচেল মার্শের পরিবর্তে কোন ক্রিকেটারের নাম জানানো হয়নি।

এবারের আসরে আট ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে পুনে। যেখানে আট দলের মধ্যে তাদের অবস্থান ছয়ে। আর এভাবে চলতে থাকলে প্লে অফ খেলারও সুযোগ হারাবে ধোনি বাহিনী।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ০২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।