ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বেঙ্গালুরুর বিপক্ষে ফিরতে পারেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ২, ২০১৬
বেঙ্গালুরুর বিপক্ষে ফিরতে পারেন সাকিব ছবি:সংগৃহীত

ঢাকা: আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হেরেছিলো কলকাতা নাইট রাইডার্স। সে ম্যাচে মূল একাদশে সুযোগ পাননি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে সোমবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দলের সঙ্গে ফেরার সম্ভাবনা রয়েছে এই টাইগার ক্রিকেটারের।

আজ বেঙ্গালুরুর মাঠ এম চিন্নাশ্বামি স্টেডিয়ামে কলকাতাকে আতিথিয়েতা জানাবে বিরাট কোহলি বাহিনী। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি সরাসরি টিভির পর্দায় দেখা যাবে।

এ ম্যাচটি গৌতম গম্ভিরের নেতৃত্বে কলকাতার বাঁচা-মরার লড়াই নয়। তবে ম্যাচটি জিতে জয়ে ফিরতে হবে তাদের। কারণ পর পর দুটি ম্যাচে হার দেখতে হয়েছে দলটিকে। এখন পর্যন্ত কেকেআর সাত ম্যাচে চার জয় ও তিন হারে আট পয়েন্ট অর্জন করেছে। বর্তমানে লিগ টেবিলে তাদের অবস্থান চারে। তবে আরসিবি’র বিপক্ষে জয় পেলে দ্বিতীয় অবস্থানে উঠে আসবে তারা।

এদিকে টুর্নামেন্টে শক্তিশালী দল হয়েও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না বেঙ্গালুরু। আসরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটিং লাইন-আপ তাদের। যেখানে রয়েছেন, কোহলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের মতো তারকারা। দলটি আসরে ছয় ম্যাচের চারটি হারের বিপরীতে জয় পেয়েছে দুটিতে। টেবিলে অবস্থান সাতে।

কলকাতা নাইট রাইডার্সের একাদশ (সম্ভাব্য): গৌতম গম্ভির (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), সুরিয়া কুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার / কলিন মুনরো, আর সাতিস, পিযুষ চাওলা, উমেশ যাদব, সুনিল নারিন।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ (সম্ভাব্য): বিরাট কোহলি (অধিনায়ক), ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, শেন ওয়াটসন, কুন্দনলাল রাহুল (উইকেটরক্ষক), শচীন বেবী / কেদার যাদব, পারভেজ রাসুল, বরুণ অ্যারন, হারশাল প্যাটেল, তাবরাইজ শামসী, এস অরবিন্দ / আবু নেসিম।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ০২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।