ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ছিটকে পড়ার দৌড়ে এবার শন মার্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মে ২, ২০১৬
ছিটকে পড়ার দৌড়ে এবার শন মার্শ শন মার্শ-ছবি:সংগৃহীত

ঢাকা: চলমান আইপিএলের এবারের আসর থেকে আগেই ছিটকে পড়েছেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস আর অস্ট্রেলিয়ার দলপতি স্টিভেন স্মিথ ও মিচেল মার্শ। এবার এই তালিকায় যোগ দিলেন আরেক অস্ট্রেলিয়ান শন মার্শ।

মহেন্দ্র সিং ধোনির পুনের হয়ে পিটারসেন, প্লেসিস, স্মিথ আর মিচেল মার্শ এই চার ক্রিকেটারই খেলছিলেন।

 

এবার কাঁধের ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন কিংস ইলিভেন পাঞ্জাবের ব্যাটসম্যান শন মার্শ। গত ১৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে গিয়ে চোট পান বাঁহাতি এ ব্যাটসম্যান।

 

রোববার (০১ মে) গুজরাট লায়ন্সের বিপক্ষে ব্যাটিং করেছিলেন মার্শ। তবে ম্যাচের তাকে অসুস্থই মনে হয়। আজই হয়তো (সোমবার, ০২ মে) অস্ট্রেলিয়া ফেরত যেতে পারেন তিনি। আর মার্শের পরিবর্তে নতুন কাউকে নেওয়ার ব্যাপারে আলোচনা করছে পাঞ্জাব।

এর আগে মার্শ চলতি আসরে পাঞ্জাবের প্রথম ম্যাচে খাদ্যে বিষক্রিয়ার কারণে খেলতে পারেননি। পরে ছয় ম্যাচে ১১৮.৬৫ স্ট্রাইক রেট ও ৩১.৮০ গড়ে ১৫৯ রান করেছিলেন। কলকাতার বিপক্ষে ৪১ বলে ৫৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন তিনি।

রোববারের ম্যাচে পাঞ্জাব জয় পায় টেবিলের শীর্ষে থাকা গুজরাট লায়ন্সের বিপক্ষে। তবে সাত ম্যাচে মাত্র দুটিতে জিতে এখনও টেবিলের তলানিতেই রয়েছে দলটি।

এদিকে, আগামী ০৩ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়াকে নিয়ে দক্ষিণ আফ্রিকা ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে। তাই ফাফ ডু প্লেসিসকে নিয়ে দক্ষিণ আফ্রিকা আর স্টিভেন স্মিথ, মিচেল মার্শ ও শন মার্শকে দলে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় থেকে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময়: ১৫৩০ঘণ্টা, ০২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।