ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নারীদের ডিপিএলে শুভসূচনা মোহামেডানের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, মে ২, ২০১৬
নারীদের ডিপিএলে শুভসূচনা মোহামেডানের

ঢাকা: প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগে শুভসূচনা করেছে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২০১৫-১৬ মৌসুমের ‌উদ্বোধনী ম্যাচে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে ৯০ রানে হারিয়েছে তারা।

বিকেএসপির ৪ নম্বর মাঠে দিনের অপর ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে রুপালী ব্যাংক।

 

সোমবার (০২ মে) গুলশান ইয়ুথ ক্লাব মাঠে মোহামেডানের দেয়া ২০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে গুটিয়ে যায় ইন্দিরা রোড। পূজা দাস সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া ফাতেমা জাহান করেন ২২ রান।

 

মোহামেডানের বোলার লতা মন্ডল ও শরিফা খাতুন নেন দুটি করে উইকেট। সালমা খাতুন, তাহেরা, খাদিজাতুল কুবরা নেন একটি করে উইকেট।
 
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সালমা খাতুনের দল সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ওপেনার শম্পা বিশ্বাস ৩৭, শরিফা খাতুন ৩৪, সালমা খাতুন ৩১, লতা মন্ডল ২৮ ও ফাতেমা আক্তারের ব্যাট থেকে আসে ২৫ রান।
 
ইন্দিরা রোডের হ্যাপি  আলম ও  শামিমা আক্তার তিনটি করে উইকেট নেন। পূজা চক্রবর্তী ও শাহরিমা খাতুন নেন একটি করে উইকেট।

খেলা শুরুর আগে লিগের উদ্বোধন করেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল চৌধুরী বুলু। এ সময় আমন্ত্রিত অতিথি হয়ে তার সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক জালাল ইউনুস, প্রধান নির্বাচক ফারুক আহমেদ ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ চ্যাম্পিকা গামাগে।

প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে সাতটি দল। দলগুলো হলো- আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, গুলশান ইয়ুথ ক্লাব, খেলাঘর সমাজ কল্যান সমিতি, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও বিকেএসপি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ০২ মে ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।