ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ে ফিরলো মুশফিকের মোহামেডান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মে ৩, ২০১৬
জয়ে ফিরলো মুশফিকের মোহামেডান ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরও ভিক্টোরিয়ার বিপক্ষে বিকেএসপিতে আগের ম্যাচটা ফসকে গিয়েছিল। এবার ফতুল্লায় জয়ের দেখা পেল তারা।

লিজেন্ডস অব রুপগঞ্জকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় ঘরে তুললো মোহামেডান শিবির।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রুপগঞ্জের দেয়া ২১৩ রানের লক্ষ্যে ৭ উইকেট ২৪ বল হাতে রেখে পৌঁছে যায় মোহামেডান।
 
উপল থারাঙ্গা সর্বোচ্চ ৭১ রান করেন। মুশফিকুর রহিম ৫১ রান করে অপরাজিত থাকেন। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটসম্যান যোগ করেন ১০৬ রান। পাঁচ নম্বরে নেমে আরিফুল হক তিন ছক্কা ও এক চারে ১৭ বলে ২৪ করে অপরাজিত থাকেন।

ওপেনার সৈকত আলী ৩৪ ও ইজাজ আহমেদ করেন ২৬ রান। ওপেনিং জুটিতে এরা দু’জন যোগ করেন ৫২ রান। আবু হায়দার রনি, মুরাদ খান ও আসিফ আহমেদ নিয়েছেন একটি করে উইকেট।


 
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরও ৪৯.৩ ওভারে ২১২ রানে অলআউট হয় রুপগঞ্জ। ওপেনিং জুটিতে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী ১০৭ রান যোগ করেন। তবে নাইম ইসলামের (জুনিয়র) বাঁহাতের ঘূর্নিতে দ্রুত উইকেট হারাতে থাকে রুপগঞ্জ। ৬৯ রানে শেষের ৮ উইকেট হারালে বড় হয়নি রুপগঞ্জের ইনিংস।

মিজানুর রহমান ৬৯, জুনায়েদ সিদ্দিকী ৩৯ ও অধিনায়ক মোশাররফ হোসেন রুবেলের ব্যাট থেকে আসে ২৪ রান। নাইম ইসলাম (জুনিয়র) চারটি, হাবিবুর রহমান তিনটি, নাইম ইসলাম দুটি ও শুভাশিষ রায় নেন একটি উইকেট।
 
আগামী শুক্রবার (৬ মে) মিরপুরে মোহামেডান তাদের চতুর্থ ম্যাচে  গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলবে। একই দিন বিকেএসপিতে রুপগঞ্জ খেলবে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ০৩ মে, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।