ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জ্বলে ওঠার অপেক্ষায় জুবায়ের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ৩, ২০১৬
জ্বলে ওঠার অপেক্ষায় জুবায়ের ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: লেগস্পিনারদের নিজের প্রতি বিশ্বাস থাকা খুব জরুরী। আত্মবিশ্বাসই যোগায় সাহস।

যে সাহস সামনের দিকে এগিয়ে নিয়ে যায় একজন স্পিনারকে। সামনের দিকেই এগিয়ে যাচ্ছেন জুবায়ের হোসেন লিখন। ঘরোয়া লিগগুলোতে একাদশে সুযোগ না পাওয়ার আক্ষেপের দিন শেষ হয়ে গেছে তার। আবাহনীর ডেরায় প্রিমিয়ার লিগের ম্যাচে একাদশের নিয়মিত মুখ জুবায়ের হোসেন লিখন।

লিগের আগেই জুবায়েরকে নিয়ে বিশেষ পরিকল্পনা ছিল আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের। প্রথম ম্যাচের আগে খালেদ মাহমুদ বলছিলেন, জুবায়ের ক্যান বি অ্যা ম্যাচ উইনার। তার একটা সুযোগের দরকার।   সে আসলে সেভাবে সুযোগ পাচ্ছে না। গত প্রিমিয়ার লিগে সেভাবে ম্যাচ খেলতে পারেনি, বিসিএলেও তাই। আমরা হয়তো লেগস্পিনারকে খেলানোর মতো  সাহসটা দেখাই না, উৎসাহও সেভাবে দেই না। আমি উৎসাহ দেখাতে চাই, ওকে সুযোগ দিতে চাই। ’
 
জুবায়েরকে সুযোগ দিয়ে কথা রেখেছেন খালেদ মাহমুদ। এ লেগস্পিনারকে দলে রাখার সুফল হাতে হাতে পাচ্ছে আবাহনীও। দুই জয়েই অবদান জুবায়েরের। প্রথম ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে তোলেন ৬ উইকেটে। মিরপুরে দ্বিতীয় ম্যাচে শেখ জামালের বিপক্ষে নিষ্প্রভ ছিলেন। দলও হেরেছে। তৃতীয় ম্যাচে বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জ্বলে উঠলেন বলে-ব্যাটে।

বল হাতে ৪ উইকেট আর ব্যাট হাতে ১০ বলে ১৯ রান করে ফিনিশারের ভূমিকায় অবতীর্ন  হন জুবায়ের। তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি জুবায়ের। লিগের শুরুতেই এমন পারফরম্যান্স আত্মবিশ্বাস যোগাচ্ছে এ লেগস্পিনারকে।
 
আগামীকাল (০৪ মে) আবাহনীর চতুর্থ ম্যাচ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে, প্রিয় ভেন্যু ফতুল্লায়। আবাহনী নিশ্চয়ই এবারও চেয়ে থাকবে জুবায়ের হোসেনের দিকে। কারণ, জুবায়ের জ্বলে উঠলেই ম্যাচ জেতে আবাহনী।
 
ফতুল্লাতেই প্রথম ম্যাচে ৬ উইকেট তুলে আত্মবিশ্বাস পেয়েছিলেন জুবায়ের। পরের ম্যাচের লক্ষ্য নিয়ে জুবায়ের বললেন, অবশ্যই ভালো করা। নিজের বোলিংটা ভালোভাবে করা। দল আমার উপর এখন ভরসা রাখে। এটা খুব ভালো লাগে। কোচ অধিনায়ক, অন্যান্য সবাই সাহস দেয়। এতে আত্মবিশ্বাসটাও বাড়ছে। কালও দলকে ভালো কিছু দিতে চাইবো।

আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচ ছাড়াও আগামীকাল রয়েছে চতুর্থ রাউন্ডের আরও দুটি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে  শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে পয়েন্ট টেবিলের শীর্ষ দল প্রাইম দোলেশ্বরের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ০৩ মে, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।