ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আবাহনীতে খেলতে আসছেন মনোজ তিওয়ারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, মে ৩, ২০১৬
আবাহনীতে খেলতে আসছেন মনোজ তিওয়ারি মনোজ তিওয়ারি-ছবি:সংগৃহীত

ঢাকা: চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দল আবাহনী লিমিটেডে খেলতে আসছেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। ঐতিহ্যবাহী এই ক্লাবটির বিদেশি কোটায় খেলবেন ভারতীয় জাতীয় দলে খেলা এ ব্যাটসম্যান।

আবাহনীতে বিদেশি কোটায় খেলছেন আরেক ভারতীয় উদয় কাউল। পরের ম্যাচে (০৪ মে) ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের বিপক্ষে খেলবেন তিনি। তবে জানা যায় উদয় কাউলের পরিবর্তেই আসছেন তিওয়ারি।

আগামী ৫ মে তিওয়ারি ঢাকায় এসে পৌঁছাবেন। বাংলানিউজিকে এমনটিই নিশ্চিত করেছেন আবাহনীর ক্রিকেট বিভাগের ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস।

কলকাতার বাঙ্গালি ক্রিকেটার তিওয়ারি ভারতীয় জাতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়েও মাঠ মাতিয়েছেন। তবে চলতি আইপিএলে তিনি কোন দল পাননি।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ০৩ মে, ২০১৬
এমএমএস/এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।