ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বলে ফ্লাডলাইটে টেস্ট খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, মে ৪, ২০১৬
গোলাপি বলে ফ্লাডলাইটে টেস্ট খেলবে টাইগাররা

ঢাকা: বিশ্ব ক্রিকেটের জায়ান্ট দলগুলো গোলাপি বল আর ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় যখন টেস্ট খেলতে প্রস্তুতি নিচ্ছে সেক্ষেত্রে পিছিয়ে থাকছে না বাংলাদেশও। আগামী মৌসুম (২০১৬-১৭) থেকেই টাইগার ক্রিকেটারদের দেখা যাবে লংগার ভার্সনের ক্রিকেটে দিবা-রাত্রির ম্যাচে গোলাপি বলে খেলতে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, পরের মৌসুম থেকে ঘরোয়া ক্রিকেটের (প্রথম শ্রেণির) ম্যাচ ফ্লাডলাইটের আলোয় সম্পন্ন করার চিন্তা-ভাবনা চলছে।

গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একটি দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে প্রস্তাব করেছিল। তবে, সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি বছরের ডিসেম্বরে।

নিজামউদ্দিন জানান, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গোলাপি বলের ম্যাচ আয়োজনের ব্যাপারে চিন্তা করছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড প্রস্তাব করেছে। প্রতি মৌসুমেই অন্তত একটি করে দিবা-রাত্রির টেস্ট খেলতে চায় অজিরা। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও ফ্লাডলাইটের আলোতে গোলাপি বলে টেস্ট খেলার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বছরের অক্টোবরেই হয়তো তাদের এ ধরনের ভিন্ন ম্যাচে মাঠে দেখা যাবে।

তিনি আরও জানান, দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের ভাবনা আমাদের পরিকল্পনাতে বেশ ভালো ভাবেই আছে। আমরা এর আগেও এ ধরনের ম্যাচ আয়োজন করেছিলাম (২০১৩ সালে)। বর্তমান পরিস্থিতিতে অন্য দেশগুলোর মতো আমাদেরও দিবা-রাত্রির টেস্ট ম্যাচ নিয়ে ভাবতে হচ্ছে। আমরা আশাবাদী পরের মৌসুম থেকেই ঘরোয়া ক্রিকেটের আসরে মাঠে গড়াবে দিবা-রাত্রির ম্যাচ।

নিজামউদ্দিন আরও যোগ করেন, দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজন বাণিজ্যিকভাবে টেকসই হবে। এমনিতেই দেশের মাটিতে টেস্ট ম্যাচ হলে আমাদের দর্শকরা মাঠে উপস্থিত থাকেন। তবে, দিবা-রাত্রির ম্যাচ হলে মাঠে আরও বেশি দর্শকের সমাগম হবে বলে আমি বিশ্বাস করি। এ মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছেনা। আমাদের ক্রিকেটারদের সঙ্গে বসে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

ডিসেম্বরে প্রস্তাবিত নিউজিল্যান্ডের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ প্রসঙ্গে বিসিবির সিইও জানান, যদি তারা আমাদের সঙ্গে দিবা-রাত্রির ম্যাচ খেলতে চায়, তার আগে অবশ্যই আমাদের এ ধরনের ম্যাচ খেলে অভ্যস্ত হতে হবে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ০৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।