ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গম্ভীর-কোহলিকে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
গম্ভীর-কোহলিকে জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলপতি বিরাট কোহলি দু’জনকেই গুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। আইপিএলের কোড অফ কনডাক্ট ভঙ্গ করায় দুই অধিনায়ককেই জরিমানা করেছে আইপিএল কমিটি।

গত সোমবার বেঙ্গালুরুর ঘরের মাঠে পাঁচ উইকেটে জিতেছে গম্ভীরের কলকাতা। জয়ী ম্যাচে বিতর্কের জন্ম দিয়ে জরিমানা গুনতে হচ্ছে সাকিবদের দলপতিকে। গম্ভীর ম্যাচ চলাকালীন ক্রিকেটীয় সরঞ্জামের অপব্যবহার করেছেন বলে এক বিবৃতিতে আইপিএল কমিটি জানায়। জানা যায়, ম্যাচ চলাকালীন গম্ভীর একটি চেয়ারে লাথি মারেন। যা একজন ক্রিকেটারের আচরণের মধ্যে পড়ে না।

বিবৃতিতে বলা হয়, ক্রিকেটীয় সরঞ্জামের অপব্যবহার, গ্রাউন্ডসের নিয়ম অমান্য করায় আইপিএলের লেভেল এক এর ২.১.৮ আর্টিকেলে গম্ভীরের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল।

অন্যদিকে বিরাট কোহলিকেও জরিমানা গুনতে হচ্ছে। প্রায় ২৪ লক্ষ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে বেঙ্গালুরুর দলপতিকে। ম্যাচে ন্যূনতম ওভার রেট বজায় রাখতে না পারায় তাকে এই জরিমানা করা হয়।

এবারের আসরে দ্বিতীয়বার নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি বেঙ্গালুরুর বোলাররা। ফলে, এই নিয়ে আইপিএলের নবম আসরে একই অপরাধ দু’বার করলেন অধিনায়ক কোহলি। তাতে, শুধু কোহলিই নন, গোটা দলের সদস্যদের থেকেই ছয় লাখ ভারতীয় রুপি কেটে রাখা হচ্ছে। যা ম্যাচ ফি’র ২৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, ০৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।