ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অলিম্পিকে ভারতীয় শুভেচ্ছা দূত শচীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
অলিম্পিকে ভারতীয় শুভেচ্ছা দূত শচীন শচীন টেন্ডুলকার-ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছা দূত হতে শচীন টেন্ডুলকারকে নিয়ে বেশ কিছুদিন গুঞ্জন চলছিলো। অবশেষে রাজি হলেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর।

ভারতের অলিম্পিক সংস্থার প্রস্তাব গ্রহণ করেছেন মাস্টার ব্লাস্টার।

আইওএ প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেলকে চিঠিতে জানিয়েও দিয়েছেন শচিন। কিংবদন্তি ব্যাটসম্যান বলেছেন, ‘রিওতে যাওয়ার আগে আমাদের দেশের বিশ্বমানের অ্যাথলিটদের সঙ্গে দেখা করাটা আমার কাছে দারুণ আনন্দের ব্যাপার। ’

তিনি আরও বলেন, ‘অ্যাথলেটদের উদ্বুদ্ধ করার কোনও উদ্যোগে সামিল হতে পারলেও আমার খুব ভাল লাগবে। ওদের সাফল্যের কথা আমার টুইটার-ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া তো থাকবেই। ’

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ০৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।