ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীনের রেকর্ড ভাঙতে যাচ্ছেন কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ৪, ২০১৬
শচীনের রেকর্ড ভাঙতে যাচ্ছেন কুক ছবি:সংগৃহীত

ঢাকা: টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান থেকে আর মাত্র ৩৬ রান দুরে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকু। আর ক’দিন পরে শ্রীলঙ্কার বিপক্ষে এই রানটি করতে পারলে তিনিই সবচেয়ে কম বয়সে ১০ হাজার রানের মাইলফলক ছুঁবেন।

এর আগে ২০০৫ সালে কলকাতায় পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন। যা ছিলো তার ৩২তম জন্মদিনের কিছুদিন আগে।

এদিকে গত ক্রিসমাসে ৩১ বছর বয়সে পা দেন কুকু। আর আগামী ১৯ মে থেকে ঘরের মাঠ হেডেংলিতে লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে নামবেন তিনি। সে সময় ১০ রান করলেই শচীন থেকে পাঁচ মাস আগেই রেকর্ডটির মালিক হবেন।

বিশ্বব্যাপি নিজেকে বারবার প্রমাণ করা কুক প্রথম ইংলিশ ব্যাটসম্যান ও ১২তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করার গৌরব অর্জন করবেন। এখন পর্যন্ত ক্যারিয়ারে ১২৬টি টেস্ট খেলে ২৮ সেঞ্চুরি ও ৪৬.৫৬ গড়ে ৯ হাজার ৯৬৪ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।