ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আবাহনীর জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ৪, ২০১৬
রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আবাহনীর জয় ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফতুল্লায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী দল আবাহনীর এটি তৃতীয় জয়।

আবাহনীর দেয়া ২২২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৭.৩ ওভারে ২১২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া।
 
আল আমিন (জুনিয়র) ৫৬, সোহরাওয়ার্দী শুভ ৪৫ ও ধীমান ঘোষ করেন ৩১ রান।

লো-স্কোরিং ম্যাচে বোলারদের দলগত সাফল্যে ম্যাচ জেতে আবাহনী। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, জুবায়ের হোসেন লিখন ও সাকলাইন সজীব নেন দু’টি করে উইকেট।
 
২২২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভিক্টোরিয়ার শুরুর ধাক্কা (৯/২) সামলে নেন মুমিনুল হক-আল আমিন জুটি। কিন্তু দলীয় ৬৬ রানে ২০ রান করে সাকলাইনের বলে মুমিনুল এলবিডব্লুউ হলে আবারও বিপদে পড়ে ভিক্টোরিয়া। তবে ব্যাট হাতে লড়াই জমিয়ে তোলেন আল আমিন। দলীয় ১০০ রানে আল আমিন ব্যক্তিগত ৫৬ রান করে নাজমুল হোসেনের বলে বোল্ড হলে ম্যাচে ফেরে আবাহনী।

এর পর জুবায়ের হোসেন লিখন তার লেগস্পিন ঘূর্নিতে পর পর দুই ওভারে লঙ্কান রিক্রুট চতুরাঙ্গা ডি সিলভা ও নাদিফ চৌধুরীর উইকেট তুলে নিয়ে জয়ের দারুণ সম্ভাবনা তৈরী করেন। আবাহনীর দিকে হেলে পড়া ম্যাচে বাঁধা হয়ে দাড়ায় ধীমান ঘোষ ও সোহরাওয়ার্দী শুভর সপ্তম উইকেট জুটি। এ জুটি ৬১ রান যোগ করলে উল্টো জয় দেখতে থাকে ভিক্টোরিয়া।

জয় থেকে ভিক্টোরিয়া যখন ১৬ রান দূরে তখন নবম ব্যাটসম্যান হিসেবে উইকেটে থিতু হওয়া সোহরাওয়ার্দী শুভ সাকলাইন সজীবের বলে এলবিডব্লুউ হয়ে গেলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় আবাহনীর। কামরুল ইসলাম রাব্বিকে এলবিডব্লুউ করে ভিক্টোরিয়াকে জয়োল্লাসে ভাসান পেসার তাসকিন আহমেদ।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় আবাহনী। তামিম ইকবাল ও অভিষেক মিত্রের ওপেনিং জুটিতে আসে ৯৭ রান। এ জুটি ভাঙ্গার পর অবশ্য খুব বেশি দূর যেতে পারেনি তারা। ৪৪ রান করে চাতুরাঙ্গা ডি সিলভার বলে বোল্ড হয়ে বিদায় নেন অভিষেক মিত্র। দলীয় ১২২ রানে ব্যক্তিগত ৬৩ রান করে চাতুরাঙ্গার বলে এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফেরেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল।

১২৭ থেকে ১৩১ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে বসলে বিপদে পড়ে আবাহনী। সাত নম্বরে নামা আবুল হাসান রাজুর ৪৩ রানের ইনিংসে দু’শ পেরোয় আবাহনী। ষষ্ঠ উইকেট জুটিতে আসা ৭৪ রানের মধ্যে ৩৪ রান করে অবদান রাখেন মোসাদ্দেক হোসেন সৈকত।
 
লঙ্কান বাঁহাতি স্পিনার চতুরাঙ্গা ডি সিলভা একাই ৬ উইকেট দখল করেন। পেসার কামরুল ইসলাম রাব্বি নেন ৩টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।