ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রাসেলের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষে সাকিবরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, মে ৫, ২০১৬
রাসেলের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষে সাকিবরা ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের ৩২তম ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসানের দলটি ৭ রানে জয় তুলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।

এ জয়ের ফলে ৯ ম্যাচ খেলে কলকাতা ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে।

 

৯ ম্যাচে সুরেশ রায়নার গুজরাট ১২ পয়েন্ট পেলেও দুইয়ে তাদের অবস্থান। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে জহির খানের দিল্লি।

৩ উইকেট হারিয়ে কলকাতার করা ১৬৪ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে পাঞ্জাব ১৫৭ রান তুলতে সক্ষম হয়।

কলকাতার হয়ে ব্যাট হাতে নামতে হয়নি আবারো একাদশে ফেরা সাকিবকে। বল হাতে ৩ ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। কলকাতার হয়ে দুই ওপেনার রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীর উদ্বোধনী জুটিতে ১০১ রান তুলে নেন। উথাপ্পা ৪৯ বলে ৭০ আর গম্ভীর ৪৫ বলে ৫৪ রান করেন।

ইউসুফ পাঠান ১৯ ও আন্দ্রে রাসেল ১৬ রান করেন। পাঞ্জাবের সাতজন বোলার হাত ঘুরালেও কোনো উইকেটের দেখা পাননি। কলকাতার তিনটি উইকেটই রানআউটের ফাঁদে পড়ে।

১৬৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের টপঅর্ডার ব্যর্থ হলেও মিডলঅর্ডারে নামা গ্লেন ম্যাক্সওয়েল দলকে জয়ের পথেই নিতে থাকেন। মুরালি বিজয় ৬, স্টোনিস শূন্য আর মানান ভোরা শূন্য রানে বিদায় নিলে রিদ্ধিমান সাহা ২৪, আকসার প্যাটেল ২১, ডেভিড মিলার ১৩, গুরকিরাত সিং ১১ রান করেন।

ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৬৮ রান। তার ৪২ বলের ইনিংসে ছিল ৬টি চার আর ৪টি ছক্কার মার।

আন্দ্রে রাসেলের করা শেষ ওভারে পাঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। হাতে ছিল ৪ উইকেট। শেষ ওভারের দ্বিতীয় বলে প্যাটেল আর তৃতীয় বলে গুরকিরাত রান আউট হলে পঞ্চম বলে স্বপ্নীল সিংকে এলবির ফাঁদে ফেলেন রাসেল। ১৫৭ রানে থেমে যেতে হয় পাঞ্জাবকে।

রাসেল ৪ ওভারে ২০ রান খরচায় তুলে নেন চারটি উইকেট।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ০৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।