ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এমসিসি’র নতুন প্রেসিডেন্ট ফ্লেমিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ৫, ২০১৬
এমসিসি’র নতুন প্রেসিডেন্ট ফ্লেমিং ছবি: সংগৃহীত

ঢাকা: মেরিলবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন কেন্ট ও ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ম্যাথু ফ্লেমিং। ৫১ বছর বয়সী ফ্লেমিং আগামী ১ অক্টোবর এ পদে দায়িত্ব গ্রহণ করবেন।

প্রসঙ্গত, একটা সময় ইংল্যান্ড ও ওয়েলসের পাশাপাশি বিশ্বব্যাপী ক্রিকেটের গভর্নিং বডি ছিল এমসিসি।

লর্ডসে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় ফ্লেমিংকে মনোনীত করেন সাম্মানিক আজীবন সদস্য রজার নাইট। ফ্লেমিং বর্তমানে এমসিসির ক্রিকেট চেয়ারম্যান। ২০১৩ সালের অক্টোবরে তিনি এ পদে নিযুক্ত হন। এবার প্রয়াত পিটার মের (১৯৮০) পর বিগত ৩৬ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী এমসিসি প্রেসিডেন্ট হবেন।

ইংল্যান্ডের জার্সি গায়ে মাত্র ১১টি ওয়ানডে খেলেছেন ফ্লেমিং। শারজায় ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (২৪ মে, লিডসে) ওয়ানডে ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ।

আন্তর্জাতিক অঙ্গনে অতটা লম্বা ক্যারিয়ার গড়া হয়নি। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ফ্লেমিংয়ের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। ১৯৮৯ থেকে ২০০২ এ সময়টায় কেন্টের হয়ে ২১৯ ম্যাচে ৩০.১৮ গড়ে করেন ৯২০৬ রান। ৪২টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ১১টি সেঞ্চুরি। আর বল হাতে নিয়েছিলেন ২৯০ উইকেট। বোলিং গড় ৩৫.৯১ আর ইকোনমি রেট ছিল ২.৮০।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।