ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রাহানের ব্যাটে পুনের তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, মে ৬, ২০১৬
রাহানের ব্যাটে পুনের তৃতীয় জয় ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঢাকা: আজিঙ্কা রাহানের ক্ষুরধার ব্যটিংয়ে আইপিএলের ৩৩তম ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় জয় তুলে নিয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। দিল্লির দেওয়া ১৬৩ রানের সংগ্রহ তারা ছুঁয়ে ফেলেছেন মাত্র ৩ উইকেটের বিনিময়ে।


 
পুনে ওপেনার রাহানে এদিন খেলেছেন ৪৮ বলে অপরাজিত ৬৩ রানের এক ম্যাচ উইনিং ইনিংস।  
 
বৃহস্পতিবার (৫ মে) দিল্লির ফিরোজশাহ কোটলায় রাইজিং পুনে সুপার জায়ান্টস’র কাছে টস হেরে ব্যাটিংয়ে নামে দিল্লি ডেয়ার ডেভিলস। জেপি ডুমিনির ৩৪, কিরণ নায়ারের ৩২ ও স্যাম বিলিংসের ২৪ রানে, ৭ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রানের সংগ্রহ পায় দিল্লি।

দলের অপর দুই ব্যাটসম্যান সানজু স্যামসন ও কর্লোস ব্র্যাথওয়েট খেলেছেন ২০ রানের ইনিংস।
   
পুনের হয়ে বল হাতে স্কট বোলান্ড, রজিত ভাটিয়া ২টি করে, আর অশোক দিন্দা নিয়েছেন ১টি উইকেট। দু’জন সাজঘরে ফেরে রানাআউট হয়ে।  
 
জবাবে, জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন পুনের দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও উসমান খাজা। তাঁদের দৃঢ় ব্যাটিংয়ে বল হাতে পাত্তাই পাননি উমেশ যাদব ও মোহাম্মদ শামির মত পেসাররা।

তবে নবম ওভারে এস হঠাৎ ছন্দপতন ঘটে পুনে শিবিরে। এই ওভারে অমিত মিশরার গুগলিতে ব্যক্তিগত ৩০ রানে স্ট্যামপড হয়ে ফিরে যান অজি ওপেনার উসমান খাজা।
 
এরপর দ্বিতীয় উইকেটে রাহানের সঙ্গে দলের হয়ে হাল ধরেন সৌরভ তিওয়ারী। তাদের দুজনের ব্যাটে ভর করে বেশ ভালই জবাব দিচ্ছিল পুনে। কিন্তু ১৪ তম ওভারে ইমরান তাহিরের দ্বিতীয় বলটি সৌরভ সুইপ করতে যেয়ে সোজা ডিপ মিড উইকেটে বিলিংসের হাতে ক্যাচ তুলে দিলে ব্যক্তিগত ২১ রানেই নিজের ইনিংসের ফুলস্টপ টানতে হয়।
 
এরপর তৃতীয় উইকেটে রাহানের সঙ্গে ৪২ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলকে ১৪৬ রানের সংগ্রহ এনে দিয়ে ব্যক্তিগত ২৭ রানে ইমরান তাহিরের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলনে ফিরে যান পুনে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
 
ধোনির ফিরে যাবার পর রাহানের সঙ্গী হিসেবে আসেন লঙ্কান ব্যাটসম্যান থিসারা পেরেরা। আর তাকে নিয়েই ১৬২ রান টপকে তিন উইকেটের খরচায় ১৬৬ রান সংগ্রহ করে দলকে তৃতীয জয় এনে দিয়ে মাঠ ছাড়েন এই দুই ব্যাটসম্যান।
 
৪৮ বলে ৭টি বাউন্ডারির মারে রাহানে খেলেছেন অপরাজিত ৬৩ রানের দারুণ এক কার্যকরী ইনিংস। থিসারা পেরেরা অপরাজিত ছিলেন ব্যক্তিগত ১৪ রানে।
 
দিল্লির হয়ে বল হাতে ইমরান তাহির ২টি ও অমিত মিশরা নিয়েছেন ১টি উইকেট।
 
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ৬ এপ্রিল ২০১৬
এইচএল/এমএমকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।