ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজদের সামনে আবারো গুজরাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মে ৬, ২০১৬
মুস্তাফিজদের সামনে আবারো গুজরাট ছবি: সংগৃহীত

ঢাকা: আইপিএলের ৩৪তম ম্যাচে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট লায়ন্স। এবারের আসরে শুরু থেকে হায়দ্রাবাদের আস্থার প্রতিদান দেওয়া টাইগার পেসার মুস্তাফিজুর রহমান এ ম্যাচেও থাকতে পারেন দলের মূল অস্ত্র হিসেবে।

 

হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুস্তাফিজদের বিপক্ষে শুক্রবার (০৬ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সুরেশ রায়নার গুজরাট লায়ন্স মুখোমুখি হবে।

চলতি আসরে হায়দ্রবাদের হয়ে প্রায় প্রতি ম্যাচেই সফল ছিলেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ। এখন পর্যন্ত টাইগার এই পেসার ৭ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৮টি। ইনজুরি কাটিয়ে আজকের ম্যাচে মুস্তাফিজদের সঙ্গে দলে যোগ দিতে পারেন সিনিয়র ক্রিকেটার যুবরাজ সিং।

এর আগেও গুজরাট ও হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে হায়দ্রাবাদ ১০ উইকেটের বড় জয় পায়।

আইপিএলে ৯ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট লায়ন্স। অন্যদিকে ৭ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মুস্তাফিজের হায়দ্রাবাদ।

সানরাইজার্স হায়দ্রাবাদ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, যুবরাজ সিং / দীপক হুদা, নোমান ওঝা (উইকেটরক্ষক), মইসেস হেনরিকস, আশিষ রেড্ডি / বিপুল শর্মা / কার্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, বারিন্দ্রার স্রান, মুস্তাফিজুর রহমান, আশিষ নেহরা।

গুজরাট লায়ন্স দল (সম্ভাব্য): ব্রেন্ডন ম্যাককালাম, অ্যারন ফিঞ্চ, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ঈশান কিষাণ / আকশদীপ নাথ, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো / ডোয়াইন স্মিথ, জেমস ফকনার, প্রভীন কুমার, কুলকার্নি, শিভিল কৌশিক।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।